ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ৭:২৮ পূর্বাহ্ন

তিতাসে যুব আংশিক কমিটির সভাপতি শাহাদাৎ ও সম্পাদক শাহাবুদ্দিন 

  • আপডেট: Friday, February 7, 2025 - 4:01 pm
কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার তিতাস উপজেলা শাখা যুব বিভাগের নতুন কমিটি গঠন করা হয়েছে।
শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলার সদর কড়িকান্দি বাজারে তিতাস উপজেলা জামায়াতের প্রধান কার্যালয়ে দ্বি-বার্ষিক সম্মেলনে এ কমিটি ঘোষনা করা হয়।
এতে কমিটিতে আগামী দুই বছরের জন্য সভাপতি মোঃ শাহাদাৎ হোসাইন ও ডা. শাহাবুদ্দিন কে সাধারন সম্পাদক মনোনীত করে ২১ সদস্য বিশিষ্ট আংশিক কমিটি অনুমোদন দেওয়া হয়।
দ্বি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কুমিল্লা উত্তর জেলা যুব বিভাগের সভাপতি ও বুড়িচং উপজেলার সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান জনবা মোঃ সাইফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি যুবকদেরকে দেশ গড়ার কারিগর হিসেবে কাজ করার আহ্বান জানান। তিনি আরো বলেন, যুবকদের দ্বারাই দেশকে পরিবর্তন করা সম্ভব।তাই দেশকে সঠিক ভাবে গড়াতে হলে তাদেরকে সামনে এগিয়ে আসতে হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব বিভাগ তিতাস উপজেলা শাখার প্রধান উপদেষ্টা ইঞ্জিনিয়ার শামীম সরকার বিজ্ঞ, সালাউদ্দিন সরকার। এসময় দলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।