ঢাকা | ডিসেম্বর ২৪, ২০২৫ - ৯:৪৭ অপরাহ্ন

শিরোনাম

তারেক রহমানের প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় আনন্দ মিছিল

  • আপডেট: Wednesday, December 24, 2025 - 7:46 pm
স্টাফ রিপোর্টার, মোংলা।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘ ১৭ বছর পর স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে মোংলায় স্বাগত মিছিল ও পথসভা করেছেন নেতাকর্মীরা।
আজ বুধবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় বিএনপির কেন্দ্রীয় গবেষণা বিষয়ক সম্পাদক কৃষিবিদ শামীমুর রহমান শামীমর নির্দেশনায় এই স্বাগত মিছিল ও পথসভা অনুষ্ঠিত হয়। পথসভাটি পৌর মার্কেট চত্বর থেকে শুরু হয়ে  শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।
অনুষ্ঠানের আয়োজনে ছিলেন পৌর বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
আনন্দ মিছিল ও পথসভায় বক্তারা বলেন, দীর্ঘদিন পর তারেক রহমান দেশে আসায় তিনি দেশবাসীর জন্য আশার বার্তা বয়ে আনবেন। এসময় তারা তারেক রহমানের নিরাপদ প্রত্যাবর্তন কামনা করেন।
এসময় পৌর বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো. এমরান হোসেন, পৌর যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ইমান হোসেন রিপন, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব নুর উদ্দিন টুটুল, উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. জামাল হোসেন,পৌর তাঁতি দলের সদস্য সচিব আজিজুর রহমান সোহাগ, আরাফাত রহমান কোকো ক্রীড়া সংসদের জেলা সহ-সভাপতি মহসিন পাটোয়ারী সহ বিএনপি’র অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।