ঢাকা | ডিসেম্বর ২৩, ২০২৫ - ৪:০৯ অপরাহ্ন

শিরোনাম

তারেক রহমানের আগমন: ঢাকা বিমানবন্দরে ২৪ ঘণ্টা দর্শনার্থী প্রবেশে নিষেধাজ্ঞা

  • আপডেট: Tuesday, December 23, 2025 - 2:27 pm

ডেস্ক রিপোর্ট।। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে প্রত্যাবর্তন উপলক্ষে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘নিরাপত্তাজনিত কারণে’ ২৪ ঘণ্টা দর্শনার্থী নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ।

 

বুধবার সন্ধ্যা থেকে পরদিন সন্ধ্যা পর্যন্ত শাহজালাল বিমানবন্দরে কেবল টিকেট ও পাসপোর্টধারী যাত্রীরা ঢুকতে পারবেন বলে জানিয়েছে তারা।

 

মঙ্গলবার বিমানবন্দরের নির্বাহী পরিচালকের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, “হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে-এ যাত্রীসেবা, নিরাপত্তা এবং অপারেশনাল শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে সংশ্লিষ্ট সকল যাত্রীসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, বিশেষ অপারেশনাল ও নিরাপত্তাজনিত কারণে আগামী ২৪ ডিসেম্বর সন্ধ্যা ৬টা থেকে ২৫ ডিসেম্বর সন্ধ্যা ৬টা পর্যন্ত বিমান বন্দর এলাকায় নির্ধারিত যাত্রী ব্যতিত সকল সহযাত্রী বা ভিজিটর প্রবেশ সম্পূর্ণভাবে নিষিদ্ধ থাকবে।”

নিরাপত্তা এবং বিমানবন্দরের কার্যক্রম সুশৃঙ্খল রাখার স্বার্থে কর্তৃপক্ষ যাত্রী ও সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা মেনে সহযোগিতা করার আহ্বান জানিয়েছে। একই সাথে, জাতীয় পতাকাবাহী সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সও যাত্রীদের জন্য একটি বিশেষ পরামর্শ জারি করেছে।