তারুণ্যের উৎসব উপলক্ষে কাপ্তাইয়ে হা-ডু-ডু খেলা ও যুব সমাবেশ
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি। তারুণ্যের উৎসব উপলক্ষে রাঙামাটির কাপ্তাই উপজেলা প্রশাসন এবং উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে হা-ডু-ডু খেলা এবং যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ ডিসেম্বর) বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রথমে হা-ডু-ডু খেলা অনুষ্ঠিত হয়। এতে বড়ইছড়ি নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয় ৩২–৩০ পয়েন্টে ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়কে পরাজিত করে।
খেলা পরিচালনা করেন কাপ্তাই উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাহাবুব হাসান বাবু। সহকারী ছিলেন কাপ্তাই আল আমিন নুরিয়া মাদ্রাসার সহকারী শিক্ষক আবদুল কাদের। স্কোরার: রেজাউল করিম। ধারাবর্ণনায় ছিলেন ওসমান গণি তনু। পরে প্রধান অতিথি কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
এদিকে তারুণ্যের উৎসব উপলক্ষে বড়ইছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে যুব সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রুহুল আমিন বলেন, তারুণ্যের শক্তি হলো বড় শক্তি। এই শক্তিকে কাজে লাগিয়ে আমাদেরকে আগামীর সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে হবে।
কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. হোসেনের সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাপ্তাই থানার ওসি শেখ মাহমুদুল হাসান রুবেল, কাপ্তাই সহকারী তথ্য অফিসার দেলোয়ার হোসেন এবং কাপ্তাই মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান। স্বাগত বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মো. খায়রুল আলম।
এদিকে যুব সমাবেশ উপলক্ষে অদম্য নারী সম্মাননা প্রাপ্ত যুব উদ্যোক্তা লেডি বাইকার কাপ্তাইয়ের শিল্প এলাকার জেমিয়া ফারজানা নিতু এবং কাপ্তাই ব্লাড ব্যাংকের প্রতিষ্ঠাতা ও বাইসাইকেল ট্রাভেলার বীর কুমার তনচংগ্যা সমাবেশে সফলতার গল্প তুলে ধরেন।











