ঢাকা | এপ্রিল ৩, ২০২৫ - ২:০৫ অপরাহ্ন

তামিম ইকবালের হার্টে দুই ব্লক, একটিতে পরানো হয়েছে রিং

  • আপডেট: Monday, March 24, 2025 - 7:26 am

নিজস্ব প্রতিবেদক।। হার্ট অ্যাটাক করেছেন বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। সাভারের বিকেএসপিতে প্রিমিয়ার লিগের ম্যাচ খেলার সময় অসুস্থ হয়ে পড়েন তামিম। পরে তাকে অ্যাম্বুলেন্সে করে আনা হয় পার্শ্ববর্তী একটি হাসপাতালে। সেখানে ইসিজি করে বের হওয়ার সময় বড় ধরনের কার্ডিয়াক অ্যারেস্ট হয় তার।

সবশেষ জানা গেছে, তামিমের হার্টে দুটি ব্লক ধরা পড়েছে। এর মধ্যে এনজিওগ্রাম শেষে তার হার্টে একটি রিং পরানো হয়েছে।