ঢাকা | ফেব্রুয়ারী ২৩, ২০২৫ - ১১:০০ অপরাহ্ন

তাড়াশে ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক লাঞ্ছিত

  • আপডেট: Sunday, February 23, 2025 - 12:29 pm
আমিনুল ইসলাম হিরো, সিরাজগঞ্জ :
সিরাজগঞ্জের তাড়াশে মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে লাঞ্ছিত হয়েছেন দৈনিক ঢাকা প্রতিদিন পত্রিকার সাংবাদিক সাব্বির মির্জা ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার মো. শরিফ আহমেদ।
রবিবার (২৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে  এ ঘটনা ঘটে।
জানা যায়, তাড়াশ উপজেলা মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসে রবিবার বিকেলে দৈনিক ঢাকা প্রতিদিন  পত্রিকার তাড়াশ প্রতিনিধি সাব্বির মির্জা ও দৈনিক আলোকিত সকাল পত্রিকার তাড়াশ প্রতিনিধি মো. শরিফ আহমেদ তথ্য সংগ্রহ করতে যান। এক পর্যায়ে মাধাইনগর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মো. সেলিম রেজার দুর্নীতির বক্তব্য  ভিডিও  ধারণ  করায়  সাংবাদিক সাব্বির মির্জা ও শরিফ আহমেদকে লাঞ্ছিত করেন।
এ ব্যাপারে ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সেলিম রেজার যোগাযোগ করলে তিনি  জানান, বিষয়টা নিয়ে আমাদের মাঝে ভুলবোঝাবুঝি হয়েছে ।