ঢাকা | আগস্ট ২৩, ২০২৫ - ৫:২৭ অপরাহ্ন

শিরোনাম

তাড়াশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিলো ছাত্রশিবির 

  • আপডেট: Wednesday, August 20, 2025 - 10:46 am
মো. কামরুল ইসলাম, সিরাজগঞ্জ।। সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ -৫ প্রাপ্ত শিক্ষার্থীদেরকে সংবর্ধনা দিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।
বুধবার (২০ আগষ্ট) সকালে তাড়াশ ডিগ্রী কলেজ হলরুম  উপজেলার ৬৬ জন শিক্ষার্থীকে  সংবর্ধনা, ক্রেস্ট ও উপহার সামগ্রী প্রদান করা হয়।
এসময় উপজেলা ছাত্র শিবিরের সভাপতি মোহাম্মদ আজিজুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি মো. আইয়ুব আলীর সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ জামায়াতে ইসলামির কেন্দ্রীয় কর্ম পরিষদ সদস্য ও সিরাজগঞ্জ ৩ আসনে জামায়াত মনোনীত এমপি পদ প্রার্থী  প্রফেসর শায়েখ ড. আব্দুস সামাদ।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা শিবিরের সভাপতি মো. আব্দুল আজিজ, তাড়াশ উপজেলা জামায়াতের আমির খ.ম. সাকলাইন, জেলা শিবিরের সেক্রেটারি রেজোয়ান উল্লাহ শোয়াইব, সাহিত্য সম্পাদক আব্দুল্লাহ আল মাহমুদ, আদর্শ শিক্ষক ফেডারেশনের সভাপতি, অধ্যাপক আবুল বাশার, পৌর জামায়াতের সভাপতি কাওসার হাবিব প্রমুখ।
এসময় প্রধান অতিথি কৃতি শিক্ষার্থীদের হাতে উপহার ও ক্রেস্ট তুলে দেন। সবশেষে সকল শিক্ষার্থীদের মিষ্টি খাওয়ানোর মধ্যে দিয়ে অনুষ্ঠান শেষ হয় ।