তরুণদের মাদকমুক্ত রাখতে চট্টগ্রামে ৪১টি খেলার মাঠ নির্মাণে উদ্যোগ – সিটি মেয়র ডা. শাহাদাত

নিজস্ব প্রতিবেদক।
তরুণ প্রজন্মকে মাদকের করালগ্রাস থেকে রক্ষা করতে নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। সোমবার নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদ আয়োজিত মিনিবার ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ তথ্য জানান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নতুন মনসুরাবাদ সমাজ কল্যাণ পরিষদের সভাপতি মো. জানে আলম রনি। উদ্বোধক ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির যুগ্ম আহবায়ক মো. মনজুর আলম।
মেয়র ডা. শাহাদাত হোসেন বলেন, “চট্টগ্রামের প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ, ওয়াকওয়ে ও শিশুদের পার্ক নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এখন পর্যন্ত ১১টি ওয়ার্ডে খেলার মাঠের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে। ধাপে ধাপে বাকি ওয়ার্ডগুলোতেও মাঠ নির্মাণ করা হবে।”
তিনি আরও বলেন, “আমরা চাই কিশোর ও তরুণ প্রজন্ম যেন মাদক ও কিশোর গ্যাং থেকে দূরে থেকে খেলাধুলায় মনোযোগ দেয়। এজন্য সুস্থ বিনোদন ও খেলাধুলার পরিবেশ সৃষ্টিই আমাদের লক্ষ্য।”
চট্টগ্রামকে “ক্লিন, গ্রিন, হেলদি, সেফ ও স্মার্ট সিটি” হিসেবে গড়ে তুলতে নানা প্রকল্প বাস্তবায়ন চলছে জানিয়ে মেয়র বলেন, “ডোর-টু-ডোর ময়লা সংগ্রহ প্রকল্প চালু করা হয়েছে, যাতে কোনো ময়লা নালা বা খালে না পড়ে।”
বর্জ্য থেকে বিদ্যুৎ ও গ্যাস উৎপাদনের কার্যক্রম শুরু হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “বাংলাদেশে প্রথমবারের মতো চট্টগ্রামে বর্জ্য থেকে গ্যাস উৎপাদনের ট্রায়াল উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটি পূর্ণ বাস্তবায়ন হলে নাগরিকদের ডোর-টু-ডোর সেবার জন্য আর অতিরিক্ত টাকা দিতে হবে না।”
চট্টগ্রামকে জলাবদ্ধতা ও প্লাস্টিক দূষণমুক্ত রাখতে নাগরিকদের সচেতন হওয়ার আহ্বান জানিয়ে মেয়র বলেন, “আমাদের লক্ষ্য— একটি পরিচ্ছন্ন, সবুজ, নিরাপদ ও স্মার্ট নগরী গড়ে তোলা।”