ঢাকা | ডিসেম্বর ১১, ২০২৫ - ২:৪৮ অপরাহ্ন

শিরোনাম

তফসিল ঘোষণা ঘিরে ইসি ভবনের সামনে নিরাপত্তা জোরদার

  • আপডেট: Thursday, December 11, 2025 - 1:59 pm

বিশেষ প্রতিনিধি।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল ঘোষণাকে কেন্দ্র করে নির্বাচন ভবন (ইসি) এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। আগারগাঁওয়ে ইসি ভবনের চারপাশে অতিরিক্ত পুলিশ মোতায়েন, টহল বৃদ্ধি এবং প্রবেশপথে কড়া তল্লাশির ব্যবস্থা নেয়া হয়েছে।

 

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে নির্বাচন ভবনের সামনে গিয়ে দেখা যায়, পুরো এলাকাজুড়ে কঠোর নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। মূল ফটকের সামনে বসানো হয়েছে শক্তিশালী ব্যারিকেড, পাশাপাশি সাধারণ মানুষের প্রবেশ সীমিত রাখা হয়েছে। আশপাশের সড়কেও যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে, ফলে অনেককেই বিকল্প পথ ব্যবহার করতে হচ্ছে।

শেরে বাংলা নগর থানা পুলিশ ও ডিএমপির অতিরিক্ত ৩০ জন সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন বলে জানান পুলিশের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা। তিনি বলেন, তফসিল ঘোষণার দিনে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। র‌্যাবও নিয়মিত টহল দিচ্ছে।

 

এদিকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের ভাষণ বুধবার রেকর্ড করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) এবং বাংলাদেশ বেতারে ভাষণটি সম্প্রচার করা হবে। এতে ভোটের তফসিলসহ নির্বাচন সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার আহ্বান জানানো হবে।