ঢাকা | সেপ্টেম্বর ১৭, ২০২৪ - ১:২৫ পূর্বাহ্ন

শিরোনাম

ঢামেকসহ ৫ মেডিকেলের অধ্যক্ষ ওএসডি

  • আপডেট: Wednesday, August 28, 2024 - 3:36 pm

জাগো জনতা অনলাইন।। 
ঢাকা মেডিকেল কলেজসহ (ঢামেক) দেশের শীর্ষস্থানীয় পাঁচটি মেডিকেল কলেজের অধ্যক্ষদের মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আজ বুধবার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের পারসোনেল-১ শাখার উপ-সচিব দূর-রে-শাহওয়াজ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই তথ্য জানানো হয়।

এতে জানানো হয়, স্বাস্থ্য অধিদপ্তরে ওএসডি হওয়া অধ্যক্ষরা হলেন ঢাকা মেডিকেলের অধ্যাপক ডা. মো. শফিকুল আলম, চট্টগ্রাম মেডিকেলের অধ্যাপক ডা. সাহেনা আক্তার, গাজীপুরের শহীদ তাজউদ্দিন আহমদ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. আমীর হোসাইন, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. শাহাদাত হোসেন এবং রাজশাহী মেডিকেল কলেজের অধ্যাপক ডা. মো. নওশাদ আলী।

এ ছাড়া চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যাপক ডা. নাজমুল হোসেনকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে ভারপ্রাপ্ত মহাপরিচালক করা হয়েছে বলে আরেক প্রজ্ঞাপনে জানানো হয়।