ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৫:২৯ পূর্বাহ্ন

শিরোনাম

ঢাবি শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে সার্টিফিকেট বিতরণ 

  • আপডেট: Saturday, September 20, 2025 - 11:33 am

ঢাবি সংবাদদাতা।। “অ্যাডভান্সড কোর্স অফ রিসার্চ মেথডোলজি (এসিআরএম)” শীর্ষক প্রশিক্ষণ কোর্সের ২৮তম ব্যাচের সার্টিফিকেট প্রদান অনুষ্ঠান গতকাল ১৯ সেপ্টেম্বর ২০২৫ শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট এবং ক্রেস্ট বিতরণ করেন।

 

প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা নিয়মিতভাবে এই কোর্সের আয়োজন এবং নতুন গবেষক তৈরিতে অবদান রাখায় আইইআর কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান। শিক্ষা ও গবেষণা উন্নয়নের লক্ষ্যে গবেষণা জ্ঞানকে ব্যবহারিক ক্ষেত্রে প্রয়োগের উপর তিনি গুরুত্বারোপ করেন। তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ে প্রায়োগিক গবেষণা পরিচালনার লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বিশ্ববিদ্যালয়-শিল্প সহযোগিতা কমিটি গঠন সহ বেশ কিছু উদ্যোগ গ্রহণ করেছে।

এসিআরএম কোর্স সমন্বয়কারী অধ্যাপক ড. মোহাম্মদ মনিনুর রশিদের সভাপতিত্বে অনুষ্ঠানে আইইআর-এর পরিচালক অধ্যাপক হোসনে আরা বেগম এবং অধ্যাপক ড. মোহাম্মদ আলী জিন্নাহ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

অধ্যাপক ড. তামান্না সুলতানা স্বাগত বক্তব্য দেন এবং সহযোগী অধ্যাপক ড. সায়রা হোসেন ধন্যবাদ জ্ঞাপন করেন।

উল্লেখ্য, বিভিন্ন খাতের পেশাজীবী এই প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেন। আইইআর কর্তৃপক্ষ এসিআরএম প্রোগ্রামটি নিয়মিতভাবে আয়োজন করছে। গবেষকদের পরিচর্যা, দক্ষতা বৃদ্ধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি শক্তিশালী গবেষণা সংস্কৃতি গড়ে তুলতে এ প্রোগ্রাম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে ।