ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৫ - ৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম

ঢাবি তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ওরিয়েন্টেশনসহ নবীন বরণ

  • আপডেট: Monday, September 1, 2025 - 9:17 am

জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ১ম বর্ষ ‘আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের’ শিক্ষার্থীদের বরণ ও ওরিয়েন্টেশন অনুষ্ঠান আজ ১ সেপ্টেম্বর ২০২৫ সোমবার আর.সি মজুমদার আর্টস মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক ড. মো. রোকনুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে কলা অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ছিদ্দিকুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। স্বাগত বক্তব্য দেন বিভাগের অধ্যাপক ড. মো. নাসিরউদ্দিন মুন্সী। বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী তাসনীম রহমান নিশাত ও নিত্যানন্দ বর্মা অনুষ্ঠান সঞ্চালন করেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয়ে অধ্যয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় উপযুক্ত স্থান। বিভাগের শিক্ষক ও গবেষকদের দিক-নির্দেশনা মেনে দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার জন্য তিনি শিক্ষার্থীদের প্রতি আহবান জানান।

তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে জ্ঞান চর্চার পাশাপাশি সামাজিক ও সাংস্কৃতিক কর্মকান্ডের সঙ্গে সম্পৃক্ত হওয়ার সুযোগ রয়েছে। বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা যথাযথভাবে কাজে লাগিয়ে শিক্ষার্থীদের জ্ঞান ও দক্ষতায় সমৃদ্ধ হতে হবে এবং দেশের সেবায় এগিয়ে আসতে হবে।