ঢাকা | ডিসেম্বর ৪, ২০২৪ - ৯:২৭ পূর্বাহ্ন

শিরোনাম

ঢাবি ছাত্রী ধর্ষণের ঘটনা অবলম্বনে নাটকে অভিনয় করেছেন মম

  • আপডেট: Monday, December 2, 2024 - 2:16 pm

জাগোজনতা বিনোদনঃ ২০২০ সালের জানুয়ারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রী ধর্ষণের ঘটনা ঘটে। চার বছর আগের সেই ঘটনার ছায়া অবলম্বনে সম্প্রতি একটি নাটকের শুটিং শেষ হয়েছে। এই নাটকের প্রধান চরিত্রে অভিনয় করেছেন জাকিয়া বারী মম। আজ সোমবার বিকেলে  খবরটি জানালেন এই অভিনয়শিল্পী।

লাক্স চ্যানেল আই সুপারস্টার’খ্যাত জাকিয়া বারি মম ২০০৭ সালে ‘দারুচিনি দ্বীপ’ সিনেমা দিয়ে অভিনয় জগতে পা রাখেন। প্রথম সিনেমায় অসাধারণ অভিনয় দিয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। এরই মধ্যে ক্যারিয়ারে পার করেছেন সতেরো বছর। সাম্প্রতিক সময়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও চলমান বন্যায় বেশ সরব এ অভিনেত্রী।

প্রীতি দত্তের পরিচালনায় তৈরি এই নাটকের নাম ‘টু বি অর নট টু বি’। নাটকটিতে মম ছাড়াও অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, মাহমুদুল ইসলাম মিঠু, মোহাম্মদ ইকবাল হোসাইন প্রমুখ। মম বললেন, ‘ধর্ষণের শিকার একজন শিক্ষার্থীর ঘটনার ছায়া অবলম্বনে এই নাটক। কাজটি করতে গিয়ে সেই চার বছর আগের ঘটনাটা আবার চোখের সামনে এল। এই ধরনের চরিত্রে কাজ করাটা সত্যি সত্যিই বেশ কষ্টদায়ক। মানসিকভাবে বিপর্যস্ত থাকি। তারপরও অভিনয়শিল্পী হয়ে পর্দায় নানান চরিত্রে আসা লাগে।’