ঢাকা | আগস্ট ২৪, ২০২৫ - ৯:৫২ অপরাহ্ন

শিরোনাম

ঢাবি উপাচার্যের সঙ্গে জাইকা প্রতিনিধিদলের সাক্ষাৎ

  • আপডেট: Sunday, August 24, 2025 - 12:23 pm

জাগো জনতা অনলাইন।। ঢাকাস্থ জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি’র (জাইকা) গ্লোবাল এনভায়রনমেন্ট শাখার সিনিয়র উপদেষ্টা ড. মাসাকি টোডোর নেতৃত্বে ১৫-সদস্যবিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ রবিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেছে।

এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী এবং আবহাওয়াবিজ্ঞান বিভাগের চেয়ারপার্সন ড. ফাতিমা আক্তার উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে তাঁরা জাইকার আর্থিক ও কারিগরি সহায়তায় `Development of a High-Accuracy Flood Forecast System for the Haor Region in Northeastern Bangladesh` শীর্ষক একটি প্রকল্প গ্রহণের সম্ভাব্যতা নিয়ে আলোচনা করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় এই প্রকল্পের বাস্তবায়নকারী প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে। শিগগিরই এবিষয়ে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের ব্যাপারে তাঁরা ঐকমত্য প্রকাশ করেন।

উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান উন্নয়ন প্রকল্প গ্রহণের প্রস্তাবনার জন্য জাইকা প্রতিনিধিদলের সদস্যদের ধন্যবাদ জানান। উপাচার্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার উন্নয়নে জাইকার সঙ্গে কাজ করার ব্যাপারে আগ্রহ প্রকাশ করেন।