ঢাবি উপাচার্যের সঙ্গে চীনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

জাগো জনতা অনলাইন।। চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক নিং কি-এর নেতৃত্বে ১১-সদস্য বিশিষ্ট একটি প্রতিনিধিদল আজ সোমবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খানের সঙ্গে তাঁর সভা কক্ষে সাক্ষাৎ করেছে।
প্রতিনিধিদলের অন্য সদস্যরা ছিলেন অধ্যাপক লি শুজিং, অধ্যাপক উ জিওয়েই, অধ্যাপক ওয়াং হাও, অধ্যাপক ড. ওয়াং জু, অধ্যাপক ঝাং জিং, অধ্যাপক শি ইউ, ঝাং ইয়াবিং, মা ইউচেন এবং শিক্ষার্থী সেন সিয়ি ও জিন ইউনহাও।
এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ এবং কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম. জাহাঙ্গীর আলম চৌধুরী উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে তাঁরা পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়াদি নিয়ে বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং চীনের পিকিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে বিজ্ঞান ও প্রযুক্তি, পরিবেশ, ভাষা ও সংস্কৃতি বিষয়ে চলমান যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কার্যক্রম জোরদার করার ব্যাপারে আলোচনা করেন।
বৈঠকে দুই বিশ্ববিদ্যালয়ের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং সাংস্কৃতিক দল বিনিময় নিয়েও আলোচনা করা হয়। এছাড়া, তাঁরা শিক্ষা ও গবেষণা সহযোগিতা বৃদ্ধির জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় এবং পিকিং বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরের বিষয়ে মতবিনিময় করেন।
উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ব্যবসা-বাণিজ্য, শিক্ষা, ভাষা ও সংস্কৃতির ক্ষেত্রে বাংলাদেশ এবং চীনের মধ্যে প্রায় ২ হাজার বছর যাবৎ ঐতিহাসিক সম্পর্ক বিরাজ করছে। এই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও জোরদার করার জন্য দুটি প্রতিষ্ঠানের মধ্যে শিক্ষক, শিক্ষার্থী এবং গবেষক বিনিময়ের উপর তিনি গুরুত্বারোপ করেন। উপাচার্য কার্যকর শিক্ষা ও গবেষণা সহযোগিতা গড়ে তোলার লক্ষ্যে অনুষদ এবং ব্যক্তি পর্যায়ে যোগাযোগ বৃদ্ধির উপর জোর দেন। ছাত্রীদের জন্য একটি আবাসিক হল নির্মাণে সম্ভাব্য সহায়তা প্রদানের জন্য তিনি চীন সরকারকে ধন্যবাদ জানান।
পিকিং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক নিং কি এই দুটি প্রতিষ্ঠানের মধ্যে আরও যৌথ সহযোগিতামূলক শিক্ষা ও গবেষণা কর্মসূচি গ্রহণের আগ্রহ প্রকাশ করেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বিশ্ববিদ্যালয়ে আসা এবং এর শিক্ষা ও গবেষণা কার্যক্রমের প্রতি গভীর আগ্রহ প্রকাশের জন্য অতিথিদের ধন্যবাদ জানান।
এর আগে, অধ্যাপক আবদুল মতিন চৌধুরী ভার্চুয়াল ক্লাসরুমে অধ্যাপক উ জিওয়েই এবং অধ্যাপক ড. ওয়াং জু “বিশ্বায়নের যুগে শ্রম গতিশীলতার তুলনামূলক বিশ্লেষণ: বাংলাদেশ, ভিয়েতনাম এবং ফিলিপাইনের কেস স্টাডি” এবং “জাতীয় নিরাপত্তার উপর জন-কেন্দ্রিক অর্থনৈতিক উন্নয়ন: বাংলাদেশের জন্য চীনের অভিজ্ঞতা” শীর্ষক দুটি পৃথক বক্তৃতা প্রদান করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে এই অনুষ্ঠানে পিকিং বিশ্ববিদ্যালয়ের ভাইস প্রেসিডেন্ট অধ্যাপক নিং কি বক্তব্য রাখেন। ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অফিসের পরিচালক অধ্যাপক ড. সামসাদ মর্তূজা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের উপর একটি তথ্যচিত্র উপস্থাপন করেন।