ঢাবি আন্তর্জাতিক সম্পর্ক বিভাগে সেমিনার

জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে ‘Harnessing the Youth Dividend: Strategic Imperatives for Bangladesh in a Changing World’ শীর্ষক এক সেমিনার আজ বৃহস্পতিবার অধ্যাপক মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা দিনব্যাপী সেমিনারের উদ্বোধনী পর্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ইন্টারন্যাশনাল এন্ড স্ট্র্যাটেজিক স্টাডিজ (বিআইআইএসএস)-এর সহযোগিতায় এই সেমিনার আয়োজন করা হয়।
আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. এ এস এম আলী আশরাফের সভাপতিত্বে সেমিনারে বাংলাদেশে নিযুক্ত মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম এবং বিআইআইএসএস-এর মহাপরিচালক মেজর জেনারেল ইফতেখার আনিস বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ড. রাশেদ উজ জামান অনুষ্ঠান সঞ্চালন করেন। বিআইআইএসএস-এর গবেষণা পরিচালক কর্ণেল এ এইচ এম ইয়াসিন চৌধুরী ধন্যবাদ জ্ঞাপন করেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, আমাদের জনসংখ্যার একটি বড় অংশ তরুণ। জুলাই গণ-অভ্যুত্থানে এই তরুণদের সাহস ও শক্তি আমরা দেখেছি। তারুণ্যের শক্তিকে কাজে লাগিয়ে দেশকে এগিয়ে নেওয়ার এখনই উপযুক্ত সময়। প্রতিযোগিতামূলক বিশ্বে তাদের দক্ষ মানবসম্পদ হিসেবে প্রস্তুত করা জরুরি। তিনি আরও বলেন, তরুণ জনগোষ্ঠীর ক্ষমতায়নের ক্ষেত্রে শিক্ষা, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি ও সহায়তা প্রদানসহ বিভিন্ন বিষয়ে নির্দিষ্ট নীতি এবং কৌশল থাকা দরকার। তরুণদের সম্ভাবনা ও শক্তিকে কাজে লাগাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সম্প্রতি বেশ কিছু পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলে তিনি উল্লেখ করেন।
মালদ্বীপের হাইকমিশনার শিউনিন রশিদ তরুণদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তোলার লক্ষ্যে শিক্ষার সঙ্গে পেশার সমন্বয় সাধনের উপর গুরুত্বারোপ করেন।
উল্লেখ্য, সেমিনারের ৩টি সেশনে শিক্ষক, গবেষক, শিক্ষার্থী ও বিভিন্ন সংস্থার প্রতিনিধিগণ প্রবন্ধ উপস্থাপন করেন।