ঢাকা | ডিসেম্বর ৯, ২০২৫ - ৮:৫০ অপরাহ্ন

শিরোনাম

ঢাবির চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় ৮৯ শতাংশই ফেল

  • আপডেট: Tuesday, December 9, 2025 - 7:56 pm

ঢাবি সংবাদদাতা।। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫–২৬ শিক্ষাবর্ষের চারুকলা ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন স্বল্পসংখ্যক শিক্ষার্থী। তার বিপরীতে ফেল করেছেন প্রায় ৮৯ শতাংশ।

মঙ্গলবার (৯ ডিসেম্বর) এই ফল প্রকাশিত হয়েছে।

এতে দেখা যায়, পাসের হার মাত্র ১১ দশমিক ২৫ শতাংশ। বিপরীতে অকৃতকার্য ৮৮ দশমিক ৭৫ শতাংশ শিক্ষার্থী।

বিশ্ববিদ্যালয়ের ভর্তিবিষয়ক ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে, যেখানে লগইন করে অথবা প্রবেশপত্রে উল্লেখিত নির্দেশনা অনুযায়ী ক্ষুদে বার্তায় ফল জানা যাবে।

চারুকলা অনুষদের ৮টি বিভাগে ১৩০টি আসনের বিপরীতে আবেদন করেছিলেন ৬ হাজার ৫২১ জন। এর মধ্যে পরীক্ষায় অংশ নেন ৫ হাজার ৩৫২ জন শিক্ষার্থী।

ফলাফলে দেখা গেছে, উত্তীর্ণ হয়েছেন মাত্র ৬০২ জন শিক্ষার্থী এবং অকৃতকার্য হয়েছেন ৪ হাজার ৭৫০ জন। উত্তীর্ণদের মধ্যে ছাত্র ১৫৪ জন এবং ছাত্রী ৪৫৭ জন।