ঢাকা | সেপ্টেম্বর ৩, ২০২৫ - ২:০৮ পূর্বাহ্ন

ঢাবিতে ২২ গবেষকের পিএইচ.ডি ও ১৬ জনের এমফিল ডিগ্রি অর্জন

  • আপডেট: Tuesday, September 2, 2025 - 1:57 pm

জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে সম্প্রতি ২২জন গবেষক পিএইচ.ডি, ১৬জন এম.ফিল এবং ১জন ডি.বি.এ.ডিগ্রি অর্জন করেছেন। গত ২৭ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত সিন্ডিকেটের এক সভায় তাদের এসব ডিগ্রি প্রদান করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান সভায় সভাপতিত্ব করেন।
পিএইচ.ডি. ডিগ্রি প্রাপ্তরা হলেন-

জিন প্রকৌশল ও জীবপ্রযুক্তি বিভাগের অধীনে মোহাম্মদ শাদরুল আলম, ভূগোল ও পরিবেশ বিভাগের অধীনে মুহাম্মদ মহিউদ্দীন সরকার, ফলিত গণিত বিভাগের অধীনে মো. জাহাঙ্গীর আলম ও মো. জসিম উদ্দিন, উর্দু বিভাগের অধীনে লিপি বেগম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে রেবা নার্গিস, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে মো. মনিরুল ইসলাম, সাবরিনা আকতার¬, সুলতানা বেগম ও মোহাম্মদ সাখাওয়াত হোসেন ভূঁইয়া, পুষ্টি ও খাদ্য বিজ্ঞান ইনস্টিটিউটের অধীনে আবু তারেক মোহাম্মদ আব্দুল্লাহ, আধুনিক ভাষা ইনস্টিটিউটের অধীনে মো. আব্দুল করিম রুমান, ম্যানেজমেন্ট বিভাগের অধীনে কল্যাণ মিস্ত্রী, বিশ্ব ধর্ম ও সংস্কৃতি বিভাগের অধীনে পার্থ প্রতীম সাধু, ইংরেজি বিভাগের অধীনে তুষার তালুকদার, শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে রাজিয়া বেগম, পদার্থবিজ্ঞান বিভাগের অধীনে এ. এইচ. এম. ফজলে রাব্বী, প্রাণিবিদ্যা বিভাগের অধীনে মো. মাহফুজুর রহমান ও সাবরিনা শেহরীন, মো. মঈন উদ্দিন আহসান হাবীব ও সুজন কুমার দত্ত এবং মার্কেটিং বিভাগের অধীনে ফারহানা খাঁন ।

এম.ফিল ডিগ্রি প্রাপ্তরা হলেন

উর্দু বিভাগের অধীনে সাবিনা, ইসলামিক স্টাডিজ বিভাগের অধীনে মো. আবদুল্লাহ শরীফ ও মো. আবুল কালাম আজাদ, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের অধীনে মো. আব্দুল হাকিম শাহ্, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধীনে নাসিমা বেগম, সমাজবিজ্ঞান বিভাগের অধীনে মোঃ লিয়াকত আলী ও মোসাম্মৎ মাহ্ফুজা আক্তার, থিওরেটিক্যাল এন্ড কম্পিউটেশনাল কেমিস্ট্রি বিভাগের অধীনে নাদিয়া সারওয়ার, এডুকেশনাল এন্ড কাউন্সেলিং সাইকোলজি বিভাগের অধীনে মরিয়ম সুলতানা, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের অধীনে শিপ্রা মন্ডল, সংস্কৃত বিভাগের অধীনে আবিদা সুলতানা, কমিউনিকেশন ডিজঅর্ডারস বিভাগের অধীনে মো. শহীদুল ইসলাম মৃধা, সংগীত বিভাগের অধীনে পার্থ প্রতীম বিশ্বাস, আরবী বিভাগের অধীনে মুহাম্মদ নোমান হোসাইন ও মাছরুর আহমদ এবং প্রাণিবিদ্যা বিভাগের অধীনে ফাহমিদা তাসনিম লিজা।

ডি বি এ ডিগ্রি প্রাপ্ত হলেন- ফিন্যান্স বিভাগের অধীনে জেরিন মারজান খান।