ঢাকা | সেপ্টেম্বর ১, ২০২৫ - ১১:০৭ অপরাহ্ন

শিরোনাম

ঢাবিতে শ্রম আইন ও আন্তর্জাতিক শ্রম মানদন্ডের অংশীদারিত্ব সম্মেলন

  • আপডেট: Monday, September 1, 2025 - 2:04 pm

জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয় আইন বিভাগ এবং ইন্টারন্যাশনাল লেবার অর্গ্যানাইজেশন (আইএলও)-এর যৌথ উদ্যোগে ‘Academic Partnerships for Labour Law and International Labour Standards’ শীর্ষক এক আন্তর্জাতিক সম্মেলন আজ  সোমবার আইন অনুষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।

 

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব এবং অ্যাডভান্সিং ডিসেন্ট ওয়ার্ক ইন বাংলাদেশ শীর্ষক প্রকল্পের পরিচালক মো. আবদুছ সামাদ আল আজাদ বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি বক্তব্য দেন। আইএলও-এর টেকনিক্যাল অফিসার চায়ানিক থামপারিপত্র (Chayanich Thamparipattra) এবং আইএলও-এর শ্রম আইন বিশেষজ্ঞ ইলেনা জেরাসিমোভা (Elena Gerasimova) বক্তব্য দেন । ধন্যবাদ জ্ঞাপন করেন আইন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ ইকরামুল হক। অনুষ্ঠান সঞ্চালন করেন আইএলও-এর সিনিয়র প্রোগ্রাম অফিসার রিফাত জাবিন খান। এসময় আন্তর্জাতিক শ্রম সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন পাবলিক ও প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা ও বৈষম্য নিরসনে শ্রম আইন যথাযথভাবে বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, শ্রম আইন বিষয়ে জনসচেতনতা সৃষ্টিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন কাজ করছে। কারিকুলাম ডেভেলপমেন্ট, প্রশিক্ষণ ও শ্রম অধিকার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আইএলও-এর মধ্যে যৌথ গবেষণা প্রকল্প গ্রহণের উপর তিনি গুরুত্বারোপ করেন।