ঢাবিতে জুলাই চার্টার বাস্তবায়ন বিষয়ে ইউথ পলিসি ডায়ালগ
জাগো জনতা অনলাইন।। ঢাকা বিশ্ববিদ্যালয়(ঢাবি) অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের উদ্যোগে জুলাই চার্টার বাস্তবায়ন বিষয়ে এক ‘ইউথ পলিসি ডায়ালগ’ আজ বুধবার সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের রুটিন দায়িত্বে নিয়োজিত প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও অ্যাপ্লাইড ডেমোক্রেসি ল্যাবের পরিচালক মোহাম্মদ আইনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে জাতীয় ঐকমত্য কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার ও সংবিধান বিশেষজ্ঞ ড. সুমিত বিসারিয়া বক্তব্য রাখেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. তৈয়েবুর রহমান এবং নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মাহবুবুর রহমান আলোচক হিসাবে উপস্থিত ছিলেন।
প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, জুলাই আন্দোলনে তরুণদের অংশগ্রহণ দেশের রাজনৈতিক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। যেকোনো সংস্কার ও নীতিনির্ধারণী প্রক্রিয়ায় সক্রিয়ভাবে যুক্ত হওয়ার জন্য তিনি তরুণদের প্রতি আহ্বান জানান।
ডাকসু, রাকসু, চাকসু এবং জাকসু প্রতিনিধিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্রগ্রাম বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শতাধিক শিক্ষার্থী আলোচনায় অংশ নেন।











