ঢাকা | ডিসেম্বর ৬, ২০২৫ - ১২:৪৯ পূর্বাহ্ন

শিরোনাম

ঢাকা-১৬ আসনের জামায়াতের মনোনীত প্রার্থী আব্দুল বাতেনের গণমিছিল 

  • আপডেট: Friday, December 5, 2025 - 11:53 pm

নিজস্ব প্রতিবেদক।। বাংলাদেশ জামায়াতে ইসলামির  ঢাকা-১৬ আসনের মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল বাতেনের গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকাল ৪টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী রূপনগর-পল্লবী জোনের উদ্যোগে এই গণমিছিলের আয়োজন করা হয়। এদিন গণমিছিলটি মিরপুর-১২ বাসস্ট্যান্ডে থেকে শুরু হয়ে মিরপুর-১০ গোল চত্বরে গিয়ে শেষ হয়। এসময় সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীসহ রূপনগর-পল্লবীর শত শত মানুষ অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত ঢাকা-১৬ আসনের এমপি পদপ্রার্থী কর্নেল আব্দুল বাতেন।

তিনি বলেন, আমাদের সংগ্রাম নতুন বাংলাদেশ গড়ার সংগ্রাম। আমাদের সংগ্রাম রূপনগর-পল্লবী নতুন ভাবে গড়ার সংগ্রাম। আল্লাহ যদি আমাদের বিজয়ী করে তাহলে ঘুষ দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে। ইনশাআল্লাহ।

তিনি আরো বলেন, অনেক সরকার এদেশের দায়িত্ব পালন করছে। কিন্তু দেশের মানুষের ভাগ্য বদলায়নি। বরং  ঘুষ, দুর্নীতিসহ চাঁদাবাজি বেড়েছে। তাই আমরা আপনাদের কাছে সুযোগ চাই। আমরা বিজয়ী হলে দেশের মানুষের কল্যাণে কাজ করবো এবং ঘুষ-দুর্নীতি-চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়ে তুলবো। কারণ দেশের মানুষের কল্যাণে জামায়াতে ইসলামী প্রতিশ্রুতিবদ্ধ।

প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখেন, সংগঠনের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও পল্লবী জোন পরিচালক মো. নাসির উদ্দীন।

এসময় আরো উপস্থিত ছিলেন, ঢাকা মহানগরী উত্তর মজলিসে শূরা সদস্য ও পল্লবী দক্ষিণ থানা আমীর ও ৩ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী আশরাফুল আলম, রুপনগর থানা আমীর মো: আবু হানিফ, পল্লবী উত্তর থানা আমীর সাইফুল কাদের, পল্লবী মধ্য থানা আমীর রইসুল ইসলাম পবন। জামায়াতে ইসলামী মনোনীত ০৬ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী হাসানুল বান্না চপল, ২ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী, ইঞ্জিনিয়ার মোজাম্মেল হোসেনসহ বিভিন্ন থানার সেক্রেটারি, কর্মপরিষদ সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দ।