ঢাকা | জুলাই ১৭, ২০২৫ - ১২:৪৪ অপরাহ্ন

শিরোনাম

ঢাকা-সিলেট মহাসড়কে ২৫ কিলোমিটার জুড়ে যানজট

  • আপডেট: Friday, July 11, 2025 - 6:19 am

জাগো জনতা অনলাইন।। ঢাকা-সিলেট মহাসড়কে যানজট ভয়াবহ আকার ধারণ করেছে। পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে লাগছে ঘণ্টারও বেশি সময়। গতকাল বৃহস্পতিবার (১০ জুলাই) রাত পর্যন্ত যানজট ছিল ১৫ কিলোমিটার জুড়ে। তবে আজ শুক্রবার সকালে তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২৫ কিলোমিটারে।

ব্রাহ্মণবাড়িয়ার খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন রহমান জানান, বিশ্বরোড গোলচত্বর থেকে আশুগঞ্জ গোলচত্বর পর্যন্ত সাড়ে ১০ কিলোমিটার সড়ক যান চলাচলের জন্য সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছে। এতে শুধু ঢাকা-সিলেট নয়, ঢাকা-চট্টগ্রামগামী যানবাহনও ধীরগতিতে চলছে। রাস্তার খারাপ অবস্থা এবং চালকদের অসচেতনতার কারণে যানজট আরও বাড়ছে।

ওসি মামুন আরও বলেন, “গতকাল সারাদিন ও রাতে যানজট লেগে ছিল। আজ সকাল থেকে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সিলেটমুখী যান চলাচল একপ্রকার বন্ধ, শুধু ঢাকামুখী কিছু গাড়ি ছাড়ছে। পুলিশ ও ট্রাফিক বিভাগ যানজট নিরসনে কাজ করছে।”

প্রসঙ্গত, আশুগঞ্জ নৌবন্দর থেকে আখাউড়া স্থলবন্দর পর্যন্ত ৫০.৫৮ কিলোমিটার সড়ক উন্নয়ন প্রকল্পের কাজ ২০১৭ সালে শুরু হলেও ধীরগতির কারণে সড়কে বড় গর্তের সৃষ্টি হয়েছে। বৃষ্টিতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে, যার ফলে সড়ক দিয়ে স্বাভাবিকভাবে চলাচল করা কঠিন হয়ে পড়েছে। এতে প্রতিদিন সৃষ্টি হচ্ছে দীর্ঘ যানজট ও জনভোগান্তি।