ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ত্রিমুখী সংঘর্ষ, শ্বশুর-পুত্রবধূ নিহত

শিব্বীর আহমেদ, মাদারীপুর।। মাদারীপুরের শিবচরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে কাভার্ডভ্যান, মাইক্রোবাস ও বাসের ত্রিমুখী সংঘর্ষে শ্বশুর ও পুত্রবধূ নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১০ জন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কুতুবপুর ইউনিয়নের পদ্মা রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় দুর্ঘটনাটি ঘটে। নিহতরা হলেন ফরিদপুরের সালথা উপজেলার রমকান্তপুর গ্রামের মাসুদ বিশ্বাস (৫৫) ও তাঁর পুত্রবধূ ফিরোজা বেগম (২৮)। তারা চিকিৎসার জন্য মাইক্রোবাসে ঢাকায় যাচ্ছিলেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, এক্সপ্রেসওয়ের ঢাকামুখী লেনে দাঁড়িয়ে থাকা একটি কাভার্ডভ্যানের পেছনে একটি দ্রুতগতির মাইক্রোবাস ধাক্কা দেয়। সঙ্গে সঙ্গে পেছন থেকে আসা একটি বাস মাইক্রোবাসটিকে চাপা দিলে সেটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুজন নিহত হন এবং আহতদের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক। হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস সদস্যরা দ্রুত উদ্ধার কাজ চালিয়ে আহতদের শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ঢাকায় পাঠায়।
শিবচর হাইওয়ে থানার ওসি জহিরুল ইসলাম জানান, আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে এবং দুর্ঘটনার কারণ খতিয়ে দেখা হচ্ছে।