ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় নিহত ১, আহত ২
অনলাইন ডেস্ক: ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। আহত হয়েছে আরও দুজন। এ সংবাদ প্রকাশ করা পর্যন্ত তাদের পরিচয় জানা যায়নি।
আজ রোববার (২৫ জুন ২০২৩) ভোরে মুন্সীগঞ্জের শ্রীনগরে শেখ রাসেল সেনানিবাসের সামনে এ দুর্ঘটনা ঘটে।
মুন্সীগঞ্জ শ্রীনগর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সূত্র জানায়, রবিবার ভোর ৫টার দিকে ওই সড়কের মুন্সীগঞ্জের শ্রীনগরে শেখ রাসেল সেনানিবাসের সামনে দোগাছি এলাকায় একটি কাভার্ড ভ্যানকে পিছন থেকে একটি পিকাপভ্যান ধাক্কা দিলে তিনজন গুরুতর আহত হয়। পরে তাদের উদ্ধার করে দ্রুত শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে সেখানে একজনের মৃত্যু হয়। আহত অপর দুজনের অবস্থা আশঙ্কাজনক।
শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বরত চিকিৎসক ডা. কমলেশ বাগচি জানান, আহত তিনজনকে স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে এদের মধ্যে একজনের মৃত্যু হয়। আহত অপর দুই জনের অবস্থা আশঙ্কাজনক। তাদেরকে উন্নত চিকিৎসার জন্যে ঢাকা পাঠানো হয়েছে।