ঢাকা | ফেব্রুয়ারী ২৪, ২০২৫ - ১:২৭ অপরাহ্ন

ঢাকা উত্তর সিটি করপোরেশনের নতুন প্রশাসক মোহাম্মদ এজাজ

  • আপডেট: Thursday, February 13, 2025 - 6:13 am
নিজস্ব প্রতিবেদক : নদী গবেষক ও পরিবেশবাদী  মোহাম্মদ এজাজকে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক হিসেবে  নিয়োগ দেওয়া হয়েছে। আগামী এক বছর তিনি এ পদে দায়িত্ব পালন করবেন। মোহাম্মদ এজাজ বেসরকারি গবেষণাপ্রতিষ্ঠান রিভার অ্যান্ড ডেলটা রিসার্চ সেন্টারের (আরডিআরসি) চেয়ারম্যান। দীর্ঘদিন ধরে নদী গবেষণা নিয়ে কাজ করে যাচ্ছেন।
১২ ফেব্রুয়ারী ( বুধবার) বিকেলে স্থানীয় সরকার বিভাগ এ–সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করেছে।
স্থানীয় সরকার বিভাগের উপসচিব মাহবুবা আইরিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, স্থানীয় সরকার (সিটি করপোরেশন) (সংশোধন) অধ্যাদেশ-২০২৪–এর ধারা ২৫(ক)–এর উপধারা (১) প্রয়োগ করে নিম্নবর্ণিত ব্যক্তিকে (মোহাম্মদ এজাজকে) পরবর্তী এক বছরের জন্য পূর্ণকালীন প্রশাসক হিসেবে নিয়োগ প্রদান করা হলো। তিনি প্রশাসক হিসেবে ঢাকা উত্তর সিটির মেয়রের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করবেন। তাঁকে বিধি মোতাবেক মাসিক সম্মানী ভাতা ও অন্যান্য ভাতা প্রদান করা হবে।
গত ৫ আগস্ট ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ১৯ আগস্ট ঢাকা উত্তর সিটিসহ দেশের ১২টি সিটি করপোরেশনের মেয়রদের অপসারণ করা হয়। ওই দিনই আরেকটি অফিস আদেশে এসব সিটি করপোরেশনে প্রশাসক নিয়োগ করা হয়। এর পর থেকে এত দিন ঢাকা উত্তর সিটিতে প্রশাসকের দায়িত্ব পালন করছিলেন স্থানীয় সরকার বিভাগের পরিকল্পনা, পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন অনুবিভাগের মহাপরিচালক মাহমুদুল হাসান।