ঢাকায় যুক্তরাষ্ট্রের নতুন রাষ্ট্রদূত, পিটার হাসের স্থলে আসছেন ডেভিড মিল
জাগোজনতা ডেস্ক : বাংলাদেশে নতুন মার্কিন রাষ্ট্রদূত হিসেবে ডেভিড মিল এর নাম ঘোষণা করা হয়েছে; যিনি এর আগে ঢাকায় ডেপুটি মিশন প্রধান ছিলেন।
প্রেসিডেন্ট জো বাইডেন ডেভিড স্লেটন মিলকে ঢাকায় নতুন রাষ্ট্রদূত হিসেবে মনোনীত করেছেন বলে বৃহস্পতিবার হোয়াইট হাউজ জানিয়েছে।
২০২১ সালের জুলাই থেকে এখানে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করা পিটার হাসের স্থলাভিষিক্ত হবেন কূটনীতিক মিল।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরে দীর্ঘদিন ধরে কাজ করা এই কূটনীতিক বর্তমানে বেইজিংয়ে মার্কিন দূতাবাসে উপ মিশন প্রধান হিসেবে কাজ করছেন।
বিবৃতিতে হোয়াইট হাউজ বলেছে, মিলের নাম অনুমোদনের জন্য সেনেটের কাছে পাঠানো হয়েছে।
দ্বাদশ সংসদ নির্বাচনের আগে বাংলাদেশের ভোট নিয়ে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শলাপরার্শ ও আলোচনা-সমালোচনার সময় পিটার হাস অন্যতম প্রধান কূটনীতিক হিসেবে দায়িত্ব পালন করেন।
নির্বাচন শেষের পাঁচ মাসের মধ্যে বাংলাদেশ বিষয়ে অভিজ্ঞ ডেভিড মিলকে ঢাকায় পাঠাচ্ছে ওয়াশিংটন।
অভিজ্ঞ কূটনীতিক মিল এর আগে ২০১৪ সালের অগাস্ট থেকে ঢাকায় মার্কিন দূতাবাসে উপ মিশন প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন।