ঢাকাস্থ সোনাগাজী সমিতিতে ফ্যাসিস্টের দোসরদের অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ
নিজস্ব প্রতিবেদক।
ঢাকাস্থ সোনাগাজী সমিতির মাসুদ উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ মাসুদ, ব্যবসায়ী মেজবাহ উদ্দিন খান কিসলুকে অবাঞ্ছিত ঘোষণা করে রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করেছে সমিতির সদস্যরা।
আজ শুক্রবার (৩১ অক্টোবর) দুপুরে ঢাকাস্থ সোনাগাজী সমিতির কার্যালয়ের সামনে এই বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
বিক্ষোভ সমাবেশে আন্দোলনকারীরা বলেন, আওয়ামী লীগের দোসর, জুলাই গণহত্যাকারী জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী, ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ মাসুদ, ব্যবসায়ী মেজবাহ উদ্দিন খান কিসলু ঢাকাস্থ সোনাগাজী সমিতি দীর্ঘদিন দখল করে আছেন। আপনারা জানেন, জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী গণহত্যার আসামি। মেজবাহ উদ্দিন কিসলু খান ৩ আগস্ট ২০২৪ শেখ হাসিনার সাথে মিটিং করে গণহত্যায় অর্থ সরবরাহ করে। ইঞ্জিনিয়ার আমিনুর রশিদ মাসুদ গণহত্যার আসামি এবং রমনাস্থ ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রোগ্রামে তালা দিয়ে রাখেন। উক্ত তিনজন সমিতির কোনো আর্থিক হিসাব না দিয়ে টাকা আত্মসাৎ করেছেন এবং এখন পর্যন্ত তাদের দোসরদের দিয়ে সমিতি দখল করে রেখেছেন।
তারা অভিযোগ করে বলেন, ইঞ্জিনিয়ার মাসুদ ও মেজবাহ উদ্দিন কিসলু দীর্ঘদিন ধরে সমিতির কার্যক্রম দখল করে রেখেছেন। তারা নিয়মবহির্ভূতভাবে সংগঠনের নিয়ন্ত্রণ নিয়ে সমিতিকে ব্যক্তিগত স্বার্থে ব্যবহার করছেন বলে অভিযোগ আছে। এ কারণে প্রবাসী ও সদস্যদের মধ্যে ব্যাপক ক্ষোভ সৃষ্টি হয়েছে।
সমিতির সদস্যরা বলেন, এই তিনজন ব্যক্তি অবৈধভাবে কমিটির নাম ব্যবহার করে নানা অনিয়ম করছেন। সদস্যদের অনুমতি ছাড়াই সিদ্ধান্ত নিয়েছেন এবং আর্থিক লেনদেনের স্বচ্ছতা রক্ষা করেননি। জেনারেল মাসুদ উদ্দিন, আমিনুর রশিদ মাসুদ ও কিসলু খানকে সোনাগাজী সমিতি থেকে অবাঞ্ছিত ঘোষণা করা হয়। তাদের সদস্যপদ বিলুপ্ত করা হয় এবং বর্তমান সমিতির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়।
সোনাগাজী সমিতির সদস্য এ এস এম মনসুর বলেন, আমরা ন্যায়বিচার চাই। যারা সমাজে অন্যায়ের আশ্রয় নিয়ে চলছেন, তাদের বিচার হোক। প্রশাসন যদি দ্রুত ব্যবস্থা না নেয়, তবে আমরা আরও কঠোর কর্মসূচি ঘোষণা করবো। নিরপেক্ষ তদন্ত ও অপরাধীদের শাস্তির দাবি জানাই।
ঢাকাস্থ সোনাগাজী সমিতির সদস্য আবদুল হালিম বলেন, জেনারেল মাসুদ উদ্দিন, আমিনুর রশিদ মাসুদ ও কিসলু খান দীর্ঘদিন ধরে সাধারণ মানুষকে হয়রানি ও প্রতারণা করে আসছেন। তারা সমিতিতে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। ন্যায়বিচারের স্বার্থে সকল প্রমাণ ও সাক্ষ্য যাচাই করে দ্রুত বিচার নিশ্চিত করা হোক।
ভবিষ্যতে ঢাকাস্থ সোনাগাজীবাসীর সবার মতামতের ভিত্তিতে নতুন কমিটি গঠন করা হবে এবং সে পর্যন্ত সমিতির সকল কার্যক্রম স্থগিত করার বিষয়ে জানানো হয়। বিক্ষোভ সমাবেশে ঢাকাস্থ সোনাগাজী সমিতির সদস্য ও সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।











