ঢাকা | সেপ্টেম্বর ২, ২০২৫ - ৪:০২ পূর্বাহ্ন

শিরোনাম

ঢাকার মার্কিন দূতাবাসের সতর্ক বার্তা

  • আপডেট: Monday, September 1, 2025 - 4:34 pm

জাগোজনতা অনলাইন : মার্কিন দূতাবাস ঢাকায় সোমবার (১ সেপ্টেম্বর) জানিয়েছে, যারা ভিসা জালিয়াতির সঙ্গে জড়িত, তাদের যুক্তরাষ্ট্রে আজীবনের জন্য প্রবেশের অনুমতি দেওয়া হবে না। দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে সকালে প্রকাশিত পোস্টে এই বার্তা জানানো হয়।

বার্তায় উল্লেখ করা হয়েছে, যুক্তরাষ্ট্র সরকার বিভিন্ন সরকারি সংস্থা এবং বিভাগের সমন্বয়ে ভিসা জালিয়াতি প্রতিরোধ এবং অবৈধ অভিবাসন ঠেকানোর জন্য পদক্ষেপ নেবে। যারা ভিসার নিয়ম ভঙ্গ করে বা অবৈধভাবে যুক্তরাষ্ট্রে প্রবেশের চেষ্টা করছে, তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এতে আরও বলা হয়েছে, কোনো দেশের সুরক্ষিত সীমান্ত না থাকলে সেই জাতি টিকে থাকতে পারবে না। ভিসা জালিয়াতিতে জড়িত ব্যক্তি বা যারা অবৈধ অভিবাসীদের যুক্তরাষ্ট্রে আনে ও আশ্রয় দেয়, তাদের বিরুদ্ধে ফৌজদারি মামলা করা হবে।