ঢাকা | আগস্ট ৮, ২০২৫ - ৮:৩৩ অপরাহ্ন

শিরোনাম

ড্যাবের নতুন নেতৃত্ব ঠিক করতে কেন্দ্রীয় কাউন্সিল  বসছে শনিবার

  • আপডেট: Friday, August 8, 2025 - 11:52 am

জাগো জনতা অনলাইন: বিএনপির চিকিৎসক সংগঠন ‘ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’-ড্যাব এর  নতুন নেতৃত্ব ঠিক করতে সংগঠনটির কেন্দ্রীয় কাউন্সিল  বসছে শনিবার।

কাউন্সিলের সব প্রস্তুতি ইতিমধ্যে শেষ হয়েছে। রাজধানীর কাকরাইলে উইলস লিটন ফ্লাওয়ার স্কুলঅ্যান্ড কলেজে এই কাউন্সিলে সরাসরি ভোটে চিকিৎসকরা তাদের নেতা নির্বাচন করবেন। ভোট গ্রহণ শুরু হবে দুপুর ১টায়, চলবে বিকাল ৫টা পর্যন্ত।
ড্যাবের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার বিজন কান্তি সরকার বলেন, ‘‘ কাউন্সিলের সব প্রস্তুতি শেষ হয়েছে। যথা সময়ে ভোটগ্রহণ শুরুহবে।’’
ড্যাবের নির্বাচনে পদ সংখ্যা পাঁচটি: সভাপতি, সিনিয়র সহসভাপতি, মহাসচিব, কোষাধ্যক্ষ ও সিনিয়র মহাসচিব। এবারের নির্বাচনে সাড়ে তিন হাজার ১৩১ জন ভোটার ভোট দেবেন।
‘আজিজ-শাকুর’ প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন অধ্যাপকএকেএম আজিজুল হক যিনি ২০০৫ সাল থেকে ২০১১ সাল পর্যন্ত ড্যাবের সভাপতি ছিলেন এবং ‘হারুন-শাকিল’প্যানেলের নেতৃত্বে আছেন অধ্যাপক হারুনুর রশীদ ২০২৯ সাল ধেকে ২০২৫ সাল পর্যন্ত ড্যাবের নেতৃত্বে ছিলেন।
একেএম আজিজুল হকের প্যানেলের মহাসচিব পদে অধ্যাপক আব্দুস শাকুর খান, সিনিয়র সহসভাপতি পদে ডা. সাইফ উদ্দিন নিসার আহমেদ তুষার, কোষাধ্যক্ষ পদে ডা. তৌহিদ উল ইসলাম এবং সিনিয়র যুগ্ম যুগ্ম মহাসচিব পদে ডা.আবু মো. আহসান ফিরোজ প্রতিদ্বন্দ্বিতা করছেন।
অধ্যাপক হারুনুর রশীদের প্যানেলের মহাসচিব পদে ডা. জহিরুল ইসলাম শাকিল, সিনিয়র সহসভাপতি পদে ডা. আবুল কেনান, কোষাধ্যক্ষ পদে ডা. মো.মেহেদী হাসান এবং সিনিয়র যুগ্ম মহাসচিব পদে ডা. একেএম খালেকুজ্জামান দিপুপ্রতিদ্বন্দ্বিতা করছেন।
এই দুই প্যানেল ছাড়া ডা. ওবায়দুল কবির সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ভোট নিয়ে অধ্যাপক একেএম আজিজুল হক বলেন, ‘‘ আমি আশাবাদী, ইনশাল্লাহ আমরা ভালো ফল করব। মাঠেরঅবস্থা ভালো।”
অধ্যাপক হারুনুর রশীদ বলেন, ‘‘ আমরা ভালো সাড়া পাচ্ছি। বিগত সময়গুলোতে আমরাই মাঠে ছিলাম, আমাদের জয় হবেই।”
সর্বশেষ ড্যাবের ভোট হয়েছে ২০১৯ সালের ২৪ মে। সেই নির্বাচনে হারুন আল রশীদ সভাপতি ও আব্দুস সালাম মহাসচিব নির্বাচিত হন। ২০২৪ সালের ২৫ মে ড্যাবের কমিটির মেয়াদ শেষ হওয়ায় গত ২৪ জানুয়ারি কেন্দ্রীয় কমিটি বিলুপ্ত করে বিএনপি।