ডিবি হেফাজতে প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ
জাগো জনতা অনলাইন।। জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদকে হেফাজতে নিয়েছে গোয়েন্দা (ডিবি) পুলিশ।
আজ রোববার বিকেল ৪টার দিকে ডিএমপির অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
ডিবি জানায়, রাজধানীর মালিবাগ এলাকা থেকে সিনিয়র সাংবাদিক শওকত মাহমুদকে হেফাজতে নেওয়া হয়েছে।
তাকে কোনো মামলায় গ্রেপ্তার করা হয়েছে কি না, জানতে চাইলে ডিবি কর্মকর্তা শফিকুল বলেন, ‘তার সঙ্গে কথা বলা হচ্ছে।’
শওকত মাহমুদ বিএনপির ভাইস চেয়ারম্যানও ছিলেন। দলের শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ২০২৩ সালের মার্চে তাকে বহিষ্কার করা হয়েছিল।











