ঢাকা | এপ্রিল ৪, ২০২৫ - ৮:৫৭ পূর্বাহ্ন

ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি, লুণ্ঠিত মালামালসহ আটক ২

  • আপডেট: Sunday, March 16, 2025 - 1:37 pm

ইউসুফ আলী খান।। ঢাকার আশুলিয়ায় ডাকাতির ৮ দিন পর রডসহ লুণ্ঠিত ট্রাক উদ্ধার করেছে পুলিশ।একইসঙ্গে সংঘবদ্ধ ডাকাত দলের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার (১৬ মার্চ) দুপুরে এক সংবাদ সম্মেলনে সাভার সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার শাহীনুর কবির এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থানার বাঘাবাড়ী চয়ড়া এলাকার আব্দুল লতিফের ছেলে আনোয়ার হোসেন (৪৫) এবং ঢাকা জেলার সাভার উপজেলার হেমায়েতপুরের জয়নাবাড়ী এলাকার আকবর আলী শেখের ছেলে নুর আলম (৪৮)।

পুলিশ জানায়, গত ৮ মার্চ নবীনগর-চন্দ্রা মহাসড়কের আশুলিয়ার কবিরপুর এলাকায় একদল ডাকাত ডিবি পুলিশ পরিচয়ে একটি রডভর্তি ট্রাক ছিনতাই করে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলা দায়ের করা হলে আশুলিয়া থানার মামলার তদন্ত কর্মকর্তা এসআই আশরাফুল হাসান এর নেতৃত্বে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহার করে দুই ডাকাতকে গ্রেপ্তার করা হয়। একই সঙ্গে লুণ্ঠিত রড ও ট্রাকটি উদ্ধার করা হয়েছে।

  1. ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনূর কবির বলেন, কেরানীগঞ্জ মডেল থানার ভাওয়াল বন্দের ঘাট পাবনা ইঞ্জিনিয়ারিং কাঠের গোডাউনের সামনে পরিত্যক্ত অবস্থায় ট্রাকটি পাওয়া যায়। পরবর্তীতে কেরানীগঞ্জ, মানিকগঞ্জ সহ সাভার আশুলিয়ার বিভিন্ন সিসি ফুটেজ ও উন্নত তথ্য প্রযুক্তির সহায়তায় ডাকাত দলের দুই সদস্যকে আটক করা হয় এবং তাদের হেফাজতে থাকা রড উদ্ধার করা হয়। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে। পালিয়ে থাকা অন্য ডাকাতদের গ্রেপ্তার অভিযান চলছে বলেও জানান তিনি।