ডিএমপি কমিশনারের সঙ্গে মার্কিন দূতাবাসের প্রতিনিধি দলের সাক্ষাৎ
নিজস্ব প্রতিবেদক।। ডিএমপি কমিশনার মো. মাইনুল হাসানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকাস্থ মার্কিন দূতাবাসের রিজিওনাল সিকিউরিটি অফিসার ড্যানিয়েল ব্লিকমোর এর নেতৃত্বে ছয় সদস্যের প্রতিনিধি দল।
বৃহস্পতিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) সদর দফতরে তারা সৌজন্য সাক্ষাৎ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ডিএমপির অ্যাডিশনাল কমিশনার (অ্যাডমিন) ফারুক আহমেদ ও অ্যাডিশনাল কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মো. ইসরাইল হাওলাদারসহ ডিএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা।
ডিএমপি কমিশনার বলেন, ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশে বসবাসরত মার্কিন নাগরিকদের নিরাপত্তা প্রদানসহ যে কোনো প্রয়োজনে সর্বদা পাশে আছে এবং থাকবে। ডিএমপি কমিশনার পুলিশ সদস্যদের বিভিন্ন প্রশিক্ষণে সহযোগিতা করার জন্য যুক্তরাষ্ট্র সরকারের প্রতি ধন্যবাদ জানান।
আলোচনায় ক্রাইসিস ম্যানেজমেন্ট ও জনশৃঙ্খলা রক্ষায় দেশে-বিদেশে যুগোপযোগী প্রশিক্ষণ এবং লজিস্টিকস সহযোগিতার ওপর গুরুত্বারোপ করা হয়। এসব প্রশিক্ষণে যুক্তরাষ্ট্র সহযোগিতা অব্যাহত রাখবে বলে ডিএমপি কমিশনার প্রত্যাশা করেন।
যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দলের সদস্যরাও প্রশিক্ষণে সর্বাত্মক সহযোগিতা করবে বলে জানান।