ঢাকা | এপ্রিল ৭, ২০২৫ - ৮:১৯ পূর্বাহ্ন

শিরোনাম

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের দিন যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার 

  • আপডেট: Friday, February 28, 2025 - 6:14 am
ঠাকুরগাঁও  প্রতিনিধি: : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে বিয়ের দিনে এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) সকালে পৌর শহরের জগথা মহল্লার একটি আমবাগান থেকে আরিফ ইসলাম (২৫) নামের ওই যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।
আরিফ শহরের চৌরাস্তায় একটি ওষুধের দোকান চালাতেন। বৃহস্পতিবার বিকেলে সদর উপজেলার চিলারং গ্রামের এক তরুণীর সঙ্গে তার বিয়ে হওয়ার কথা ছিল। নতুন জীবনের শুরুতে যখন সবার ব্যস্ত থাকার কথা, তখনই ভোর রাতে বাড়ির পাশের আমবাগানে তার নিথর দেহ দেখতে পান পরিবারের সদস্যরা। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠায়।
পরিবার বলছে আত্মহত্যা অবিশ্বাস্য!–
আরিফের বোন রনি আক্তার জানান, তার ভাই স্বাভাবিকভাবেই দিন কাটাচ্ছিলেন এবং বিয়ের বিষয়ে তার কোনো আপত্তি ছিল না। রাতে তিনি স্বাভাবিকভাবেই ঘুমিয়ে পড়েন। কিন্তু সকালে তাকে ঝুলন্ত অবস্থায় পাওয়া যায়, যা পরিবারের কারও বোঝার মতো নয়।
তবে স্থানীয়দের ভাষ্য, আগেও একটি বিয়ে ঠিক হলে অরিফ বাড়ি থেকে পালিয়ে গিয়েছিলেন। এবারও তিনি বিয়ে করতে চাইছিলেন না। পরিবারের চাপে বাধ্য হয়ে তিনি চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন বলে তাদের ধারণা।
পুলিশ বলছে তদন্ত চলছে–
পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম জানান, “মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। এটি আত্মহত্যা নাকি অন্য কোনো কারণ আছে, তা তদন্তের পর নিশ্চিত হওয়া যাবে।”
এই অকাল মৃত্যু নিয়ে এলাকায় নানা জল্পনা-কল্পনা চলছে। তবে পুলিশ বলছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে না পাওয়া পর্যন্ত নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না

Proudly Designed by: Softs Cloud