ঢাকা | সেপ্টেম্বর ১৫, ২০২৫ - ১:০৪ অপরাহ্ন

শিরোনাম

টেকনাফে ১৬ হাজার ইয়াবাসহ আটক ১

  • আপডেট: Monday, September 15, 2025 - 4:59 am

টেকনাফ প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফে মেরিন ড্রাইভ শিশুপার্ক এলাকায় অভিযান চালিয়ে ১৬ হাজার ইয়াবাসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আটক ব্যক্তির নাম মোস্তাক আহমদ (৩৯)। তিনি কক্সবাজার সদর উপজেলার খুরুশকুল গ্রামের বাসিন্দা সুলতান আহমদের ছেলে।

টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল আশিকুর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকেলে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় একটি সন্দেহজনক অটোরিকশা থামানো হলে পেছনের এক যাত্রীর আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তার হাতে থাকা শপিং ব্যাগ তল্লাশি করে ১৬ হাজার ইয়াবা উদ্ধার করা হয়।

এ সময় আরও উদ্ধার করা হয় একটি স্মার্টফোন, একটি বাটন ফোন এবং নগদ ৫ হাজার টাকা। আটক ব্যক্তিকে ঘটনাস্থলেই গ্রেফতার করা হয়।

ঘটনার বিষয়ে টেকনাফ মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবি কর্মকর্তারা।