ঢাকা | অক্টোবর ২৪, ২০২৫ - ৯:৫৭ অপরাহ্ন

শিরোনাম

টেকনাফে মানব পাচারের গোপন আস্তানা থেকে নারী ও শিশুসহ ৪৪ জন উদ্ধার

  • আপডেট: Friday, October 24, 2025 - 7:18 pm

 

নিজস্ব প্রতিবেদক।
কক্সবাজারের টেকনাফের বাহারছড়ার গহীন পাহাড়ে মানব পাচারকারীদের গোপন ডেরায় বন্দি থাকা নারী ও শিশুসহ ৪৪ জনকে উদ্ধার করেছে বাংলাদেশ কোস্ট গার্ড।

উদ্ধার হওয়াদের মধ্যে তিনজন বাংলাদেশি এবং ৪১ জন রোহিঙ্গা নারী, শিশু ও পুরুষ রয়েছেন। এদের মধ্যে ২৯ জন নারী ও ১২ জন শিশু। তবে অভিযানে কোনো পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকাল ৩টায় কোস্ট গার্ড টেকনাফ বিসিজি স্টেশনের মিলনায়তনে আয়োজিত এক সংবাদ ব্রিফিংয়ে লে. কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভির এ তথ্য জানান।

তিনি বলেন, “গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানা যায়, সাগরপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে নারী ও শিশুসহ বিপুল সংখ্যক ব্যক্তিকে বাহারছড়ার পিনিসভাঙ্গা পাহাড়ি এলাকায় বন্দি করে রাখা হয়েছে। পরে শুক্রবার রাত ২টা থেকে সকাল ৭টা পর্যন্ত কোস্ট গার্ডের একটি বিশেষ দল সেখানে অভিযান চালিয়ে ৪৪ জনকে উদ্ধার করে।”

উদ্ধার হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায়, কয়েকটি সংঘবদ্ধ মানব পাচারকারী চক্র বিদেশে উচ্চ বেতনের চাকরি, উন্নত জীবনযাপন, অল্প খরচে বিদেশ যাত্রা এবং বিনা অর্থে পাঠানোর প্রলোভন দেখিয়ে বাংলাদেশি ও রোহিঙ্গা নাগরিকদের টেকনাফের পাহাড়ি এলাকায় এনে জিম্মি করে রাখে। পরবর্তীতে সুবিধাজনক সময়ে মেরিন ড্রাইভ উপকূল থেকে বোটযোগে মালয়েশিয়ায় পাচারের পরিকল্পনা ছিল তাদের।

উদ্ধার হওয়া উখিয়া উপজেলার সোনাপাড়া গ্রামের বাসিন্দা মো. সুজন জানান, “আমি সুপারি কিনতে টেকনাফে গিয়েছিলাম। এক বৃদ্ধ লোকের প্রলোভনে সিএনজি যোগে মেরিন ড্রাইভের দিকে যাচ্ছিলাম। পথে কয়েকজন এসে চোখ বেঁধে পাহাড়ে নিয়ে যায়। সেখানে হাত-পা বেঁধে মুক্তিপণ দাবি করে এবং আমার পকেটে থাকা ৭০ হাজার টাকা নিয়ে নেয়।”

লে. কমান্ডার সালাহউদ্দিন রশিদ তানভির আরও বলেন, “অভিযানের সময় কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে পাচারকারীরা পালিয়ে যায়। তাদের গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত রয়েছে।”

তিনি আরও জানান, মানব পাচার রোধে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এমন অভিযান অব্যাহত রাখবে।