ঢাকা | নভেম্বর ২০, ২০২৫ - ১০:৪৮ অপরাহ্ন

শিরোনাম

টেকনাফে মানবপাচার বিরোধী অভিযান: ৮৪ জন উদ্ধার

  • আপডেট: Monday, September 22, 2025 - 5:29 am

জাগো জনতা ডেস্ক: কক্সবাজারের টেকনাফের গহিন পাহাড় ও সমুদ্রপথ ব্যবহার করে রোহিঙ্গা ও বাংলাদেশিদের পাচারের উদ্দেশ্যে আটকে রেখেছিল সংঘবদ্ধ মানবপাচার চক্র। এদের দৌরাত্ম্য ঠেকাতে রোববার (২১ সেপ্টেম্বর) দুপুর থেকে উপজেলার রাজাছড়া এলাকায় যৌথ অভিযান চালায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

 

অভিযানে একাধিক পাহাড়ি আস্তানার সন্ধান পায় বিজিবি। টেকনাফ-২ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আশিকুর রহমান জানান, রাত পর্যন্ত সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের উদ্দেশ্যে এসব আস্তানায় জড়ো করা ৮৪ জনকে উদ্ধার করা হয়েছে। উদ্ধার হওয়াদের মধ্যে রোহিঙ্গা শিবিরের বাসিন্দা ছাড়াও বাংলাদেশি নাগরিক রয়েছেন। তাদের চাকরির মিথ্যা প্রলোভন দেখিয়ে পাচারের চেষ্টা চলছিল।

 

অভিযানে তিনটি অস্ত্র উদ্ধার ও একাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান। তিনি আরও জানান, সম্প্রতি কক্সবাজারে আটক হওয়া একাধিক পাচারকারীর দেওয়া তথ্য ও গোয়েন্দা নজরদারির ভিত্তিতেই এ অভিযান পরিচালিত হচ্ছে। অভিযান অব্যাহত রয়েছে।

 

এর আগে গত ১৮ সেপ্টেম্বর টেকনাফের কচ্ছপিয়ার গহিন পাহাড়ে নৌবাহিনী ও কোস্টগার্ডের অভিযানে নারী-পুরুষ-শিশু মিলে ৬৬ জনকে উদ্ধার করা হয়েছিল। সব মিলিয়ে গত চারদিনে মানবপাচারকারীদের হাত থেকে উদ্ধার হওয়া মানুষের সংখ্যা দাঁড়াল ১৫০ জনে।

 

বিজিবির তথ্যমতে, চলতি বছরে টেকনাফ সীমান্ত এলাকায় মোট ৬২ জন মানবপাচারকারীকে আটক করা হয়েছে। এর মধ্যে জুলাইয়ে ১৫ জন, আগস্টে ৪ জন এবং সেপ্টেম্বরে এখন পর্যন্ত ১৭ জন পাচারকারী ধরা পড়েছে।