টেকনাফে বরফকল থেকে ইয়াবাসহ পাচারকারী আটক
এম এ হাসান, টেকনাফ ॥
কক্সবাজারের টেকনাফ পৌরসভার কে কে পাড়ার বাজারঘাটের বরফকল সংলগ্ন এলাকা থেকে প্রায় ১০ হাজার পিস ইয়াবাসহ সাইফুল রহমান নামের একজন পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে গত ১২ নভেম্বর বুধবার সন্ধ্যা ৭টায় টেকনাফ পৌরসভার কে কে পাড়া বাজারঘাট সংলগ্ন বরফকল এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে মাছ সংরক্ষণের কক্সিটের ভিতরে অভিনব কায়দায় লুকায়িত অবস্থায় প্রায় ৪৯ লক্ষ টাকা মূল্যের ৯ হাজার ৮০০ পিস ইয়াবাসহ একজন মাদক পাচারকারীকে আটক করা হয়।
আটককৃত আসামি হলেন টেকনাফ সদরের আরাফ আহমদের পুত্র সাইফুল রহমান। জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাদক পাচারকারীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
তিনি আরও বলেন, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।











