টেকনাফে কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১ লাখ ৫০ হাজার ইয়াবাসহ গ্রেফতার ৮

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি।। কক্সবাজারের টেকনাফে পৃথক অভিযানে বিপুল পরিমাণ ইয়াবা উদ্ধার করেছে কোস্ট গার্ড। এ সময় ১ লাখ ৫০ হাজার পিস ইয়াবা ও একটি কাঠের বোটসহ ৮ জন মাদক পাচারকারীকে গ্রেফতার করা হয়।
কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ভোর রাত ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন সেন্টমার্টিন টেকনাফ উপজেলার সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় একটি সন্দেহজনক কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬ কোটি টাকা মূল্যের ১ লাখ ২০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং ৬ জন মাদক পাচারকারীকে আটক করা হয়।
অপরদিকে, একই দিন বিকাল সাড়ে ৪টার দিকে কোস্টগার্ড স্টেশন টেকনাফ নাফ নদীর নাইট্যংপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় একটি কাঠের বোটে তল্লাশি চালিয়ে প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের ৩০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং ২ জন পাচারকারীকে আটক করা হয়।
আটককৃতরা হলেন— তারব (৪০), আব্দুল কুদ্দুস (৪৫), সাহাবুল আমিন (২২), শফি আলম (১৮), হালা (১৮), নুরুল্লাহ (৩৫), ওসমান গণি (২১) এবং আনোয়ার (২৫)। তাদের মধ্যে কয়েকজন টেকনাফের স্থানীয় বাসিন্দা এবং দুজন রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বলে জানা গেছে।
জব্দকৃত ইয়াবা, কাঠের বোট ও আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। কোস্ট গার্ড জানায়, মাদক পাচার রোধে ভবিষ্যতেও তাদের অভিযান অব্যাহত থাকবে।