টেকনাফের একাধিক মামলার আসামি জাহাঙ্গীরসহ আটক-৩

এম এ হাসান, টেকনাফ প্রতিনিধি।
কক্সবাজারের টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের লেদা এলাকায় র্যাব-১৫ অভিযান পরিচালনা করে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২টি মামলার আসামি শীর্ষ মাদক সম্রাট জাহাঙ্গীর আলমসহ মোট ৩ জনকে গ্রেফতার করেছে।
২৭ সেপ্টেম্বর (শনিবার) দুপুরে টেকনাফ সিপিসি-১ র্যাব-১৫ গণমাধ্যমে এ তথ্য নিশ্চিত করে। তিনি বলেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৬ সেপ্টেম্বর বিকালে সিপিসি-১ (টেকনাফ), র্যাব-১৫ এর একটি চৌকস অভিযাণিক দল হ্নীলা ইউপির লেদায় অভিযান পরিচালনা করে খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২টি মামলার আসামি জাহাঙ্গীর আলম (৩৫) কে আটক করা হয়।
আসামি জাহাঙ্গীরকে ধৃত করার সময় এবং ধৃত করার পরে তার শোরচিৎকারে ও তার নির্দেশে তার সহযোগী ৫০/৬০ জন সন্ত্রাসী দলবদ্ধ হয়ে র্যাবের অভিযাণিক দল ও সঙ্গীয় ফোর্সের উপর লাঠি-সোটা নিয়ে ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে এবং রাস্তা ব্যারিকেড দিয়ে আসামিকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় তাদের নিক্ষিপ্ত ইটপাথরের আঘাতে র্যাবের কয়েকজন সদস্য আহত হন।
পরবর্তীতে ঘটনাস্থল থেকে আসামি জাহাঙ্গীরের দুইজন সহযোগী মো. ছালাম (১৮) (রোহিঙ্গা) ও মো. আনোয়ার হোসাইন (২৭) কে র্যাব কৌশলে আটক করে। তাদের হেফাজত ও দখল থেকে ২ (দুই) টি লাঠি ও ৭ টুকরো ভাঙা ইট উদ্ধারপূর্বক জব্দ করা হয়।
উল্লেখ্য, ধৃত আসামি জাহাঙ্গীর আলমের বিরুদ্ধে বিজিবি টহল টিমের উপর হামলা, খুন, ডাকাতি, অস্ত্র ও মাদক মামলাসহ মোট ১২টি মামলা রয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন— হ্নীলা ইউপির লেদার পূর্বপাড়ার মৃত লাল মিয়ার পুত্র জাহাঙ্গীর আলম (৩৫), হ্নীলা ইউপির লেদা পুরাতন শরনার্থী ক্যাম্পের ২৪ নং ব্লকের মৃত আ. হামিদের পুত্র মো. ছালাম (১৮) এবং স্থায়ী মহেশখালী উপজেলার কালামারছড়ার দক্ষিণ ঝাপুয়ার ও বর্তমান ঠিকানা হ্নীলা ইউপির পুরাতন স্টেশন এ/পি-লেদার ছৈয়দ নূরের পুত্র মো. আনোয়ার হোসাইন (২৭)।
তিনি আরও বলেন, ঘটনায় সংশ্লিষ্ট আসামিরা র্যাবের উপর আক্রমণ করায় এ সংক্রান্তে টেকনাফ মডেল থানায় এজাহার দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।