ঝিনাইদহে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা

জাগো জনতা অনলাইন।। বিএনপির ৪৭ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা বিএনপির একাংশের উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সোমবার (১ সেপ্টেম্বর) বিকাল ৫টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আব্দুল আলিম।
জেলা বিএনপির উপদেষ্টা ইয়াকুব আলী মন্ডলের
সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য বুলবুলি খাতুন, শোয়েব রহমান বাপ্পি, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক নাসিম খান, পৌর যুবদলের যুগ্ম সম্পাদক রিপন খান, জেলা ছাত্রদলের সহ সভাপতি আসলাম হোসেন, আকাশ আহমেদ উজ্জ্বল, শরিফুল ইসলাম খোকন প্রমুখ।
বক্তারা বলেন, বাকশাল পতনের পর স্বনির্ভর বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন। বাংলাদেশ যখনই পথ হারিয়েছে, তখনই বিএনপির হাত ধরে বাংলাদেশ ঘুরে দাঁড়িয়েছে। স্বৈরাচার শেখ হাসিনার পতনের মধ্যদিয়ে নতুন বাংলাদেশ গড়ে তোলার স্বপ্ন সামনে এসেছে। তারেক রহমানের নেতৃত্বে আগামীর বাংলাদেশ গড়ে তুলবে বিএনপি।
আলোচনা সভা শেষে বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও সুস্থতা কামনায় দোয়া মোনাজাতে অংশ নেন নেতাকর্মীরা।