জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের দাবিতে খাগড়াছড়িতে জামায়াতের বিক্ষোভ
আরিফুল ইসলাম মহিন, খাগড়াছড়ি প্রতিনিধি।
জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি ও নভেম্বরের মধ্যে গণভোট আয়োজনসহ ৫ দফা দাবিতে খাগড়াছড়িতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর খাগড়াছড়ি জেলা শাখা। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেলে মুক্তমঞ্চ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে সমাবেশে মিলিত হয়।
বক্তারা বলেন, গণভোট ছাড়া আগাম নির্বাচন কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না। প্রধান উপদেষ্টার সাম্প্রতিক মন্তব্য প্রত্যাহার এবং জুলাই জাতীয় সনদের বাস্তবায়ন আদেশ দ্রুত জারির দাবি জানানো হয়। জামায়াত মনোনীত প্রার্থী অ্যাড. এয়াকুব আলী চৌধুরী জানান, গণভোটের আগে ২০২৬ সালের জাতীয় নির্বাচন হলে তা জনগণ প্রত্যাখ্যান করবে।
বক্তারা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে জনগণের ভোটাধিকার হরণ করা হয়েছে এবং দুর্নীতি–সন্ত্রাসে দেশকে পিছিয়ে দেওয়া হয়েছে। পিআর পদ্ধতিতে নির্বাচন আয়োজনের দাবি তুলে তারা বলেন, আগামী নির্বাচন যেন দিনের ভোট রাতে না হয়—সে জন্য সবাইকে সতর্ক থাকতে হবে।
সমাবেশে সভাপতিত্ব করেন জেলা আমীর অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন। বক্তব্য রাখেন জেলা ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ, শ্রমিক কল্যাণ ফেডারেশন ও ছাত্রশিবিরের প্রতিনিধি।











