জুলাই গণহত্যা: আশুলিয়ার আলোচিত যুবলীগ নেতা রাজন গ্রেফতার

সিনিয়র রিপোর্টার।। জুলাই আন্দোলনের সাতটি হত্যা মামলাসহ ২৪ মামলার আসামি রাজন ভুঁইয়াকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার বিকাল ৪টায় ঢাকা শিল্পাঞ্চল সাভারের আশুলিয়ার পূর্ব নরসিংহ পুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে আশুলিয়া থানা পুলিশ।
গ্রেফতার রাজন ভূঁইয়া ঢাকা জেলার সাভার উপজেলার আশুলিয়া থানার পূর্ব নরসিংহ পুর এলাকার মো. বারেক ভুঁইয়ার ছেলে। তিনি আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইয়ারপুর ইউনিয়ন পরিষদের ছয় নং ওয়ার্ড এর সদস্য।
জানা যায়, আশুলিয়া থানার চৌকস পুলিশ টিম গোপন সংবাদের ভিত্তিতে আশুলিয়া পূর্ব নরসিংহ পুর এলাকায় অভিযান পরিচালনা করে রাজনকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে জুলাই আন্দোলনের সময় প্রত্যক্ষভাবে ছাত্র জনতার উপর হামলা করে নৃশংসভাবে হত্যার অভিযোগ রয়েছে। এছাড়া গনঅভ্যুত্থানের পরে তার বিরুদ্ধে সাতটি হত্যা মামলাসহ ২৪টি মামলা রুজু করা হয়।
রাজন ভূঁইয়ার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছে আশুলিয়া থানার অফিসার্স ইনচার আব্দুল হান্নান।