ঢাকা | অক্টোবর ৬, ২০২৫ - ৯:২২ পূর্বাহ্ন

শিরোনাম

জিসাস এর ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে কাপ্তাইয়ে নানা আয়োজন

  • আপডেট: Sunday, September 28, 2025 - 5:51 am

ঝুলন দত্ত, কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
জিয়া সাংস্কৃতিক সংগঠন জিসাসের ৩৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙামাটি জেলা জিসাসের আয়োজনে শনিবার (২৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টা থেকে কাপ্তাই পিডিবি অফিসার্স ক্লাবে কেক কাটা, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা বিএনপির সভাপতি লোকমান আহমেদ। এ সময় তিনি বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়ার আদর্শকে ধারণ করে এই সংগঠনটি প্রতিষ্ঠালগ্ন থেকে কাজ করে যাচ্ছে। দেশীয় সংস্কৃতি এবং সুষ্ঠু ধারার সংস্কৃতি বিকাশে এই সংগঠনটির কার্যক্রম প্রশংসনীয়।

জিসাস রাঙামাটি জেলার আহ্বায়ক শেখ আব্দুল হালিমের সভাপতিত্বে এবং জিসাস কেন্দ্রীয় কমিটির সাংস্কৃতিক সম্পাদক মো. সুলাইমান মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন জিসাস কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক কবিরুল ইসলাম কবির, কাপ্তাই উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক আবু বক্কর ছিদ্দিক, উপজেলা বিএনপির স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক আবুল মোয়াছেন, রাঙামাটি জেলা শ্রমিক দলের সহ-সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, ৪নং কাপ্তাই ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক লোকমান হাকিম, কাপ্তাই উপজেলা শ্রমিক দলের সভাপতি মো. ফয়েজ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নাহিয়ান ডালিম, কাপ্তাই উপজেলা তাঁতী দলের সাধারণ সম্পাদক তরিকুল্লাহ প্রমুখ।

এর আগে বেতার ও টিভি শিল্পী মো. রফিকের পরিচালনায় জিসাস কাপ্তাই শাখার শিল্পীদের পরিবেশনায় মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।