ঢাকা | ডিসেম্বর ৩, ২০২৪ - ১০:৪৯ অপরাহ্ন

শিরোনাম

জামায়াতের কর্মসূচি পালনে নিষেধাজ্ঞা চেয়ে তরিকত ফেডারেশনের আবেদন

  • আপডেট: Tuesday, June 27, 2023 - 2:55 am

অনলাইন ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন নিয়ে চলা মামলার চূড়ান্ত নিষ্পত্তি না হওয়া পর্যন্ত দলটির সব ধরনের রাজনৈতিক কর্মসূচি পালনের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আপিল বিভাগে আবেদন করেছেন তরীকত ফেডারেশন।

সোমবার (২৬জুন ২০২৩) তরীকত ফেডারেশনের নেতা মাওলানা সৈয়দ রেজাউল হক চাঁদপুরীর পক্ষে আপিল বিভাগের চেম্বার আদালতে আবেদনটি করেন ব্যারিস্টার তানিয়া আমীর। সুপ্রিম কোর্টের এ আইনজীবী গণমাধ্যমকে বলেন, ‘আগামী ৩১ জুলাই আবেদনটি শুনানির জন্য রাখা হয়েছে।’

রেজাউল হক চাঁদপুরীসহ তরীকত ফেডারেশনের কয়েকজনের আবেদনে এক দশক আগে নির্বাচন কমিশনে জামায়াতের নিবন্ধন বাতিল করেছিলেন হাইকোর্ট।
তারপর থেকে জামায়াত দলীয় পরিচয়-প্রতীক নিয়ে কোনো নির্বাচনে অংশ নিতে পারছে না। হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল করে জামায়াত। সেই আবেদন আপিল বিভাগে বিচারাধীন।