জাতীয় নির্বাচন ও গণভোটে ভোটদানে উদ্বুদ্ধ করতে কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে সমন্বয় সভা
কাপ্তাই (রাঙামাটি) প্রতিনিধি।
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে ভোটারদের ভোটদানে উদ্বুদ্ধ করার লক্ষ্যে কাপ্তাইয়ে অংশীজনদের নিয়ে এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা প্রশাসন ও প্রধান উপদেষ্টার কার্যালয়ের গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের আওতায় কাপ্তাই উপজেলা হলরুম ‘কিন্নরী’-তে এ সভার আয়োজন করা হয়।
সমন্বয় সভায় সভাপতিত্ব করেন কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রুহুল আমিন। সভায় তিনি জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের গুরুত্ব, ভোটারদের দায়িত্ব এবং ভোটাধিকার প্রয়োগের প্রয়োজনীয়তা তুলে ধরে বিস্তারিত আলোচনা করেন।
সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ মাহমুদ হাসান, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম, চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ এম. শাকের আহমেদ, সহকারী তথ্য কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল, কাপ্তাই প্রেসক্লাব সভাপতি কবির হোসেন, সাংবাদিক কাজী মোশাররফ হোসেন ও সাংবাদিক মাহফুজ আলম।
এ সময় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানের প্রতিনিধি, হেডম্যান, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী, বিভিন্ন সরকারি ও বেসরকারি দপ্তরের প্রধানগণ, কর্মকর্তা-কর্মচারীসহ সমাজের বিভিন্ন পর্যায়ের অংশীজনরা উপস্থিত ছিলেন।











