জাতীয় নির্বাচন উপলক্ষে কুতুবদিয়ার ৫টি ভোটকেন্দ্রের জরুরি সংস্কার দাবি

কুতুবদিয়া (কক্সবাজার) প্রতিনিধি।। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে কক্সবাজার-২ আসনের অন্তর্গত কুতুবদিয়া উপজেলার পাঁচটি ভোটকেন্দ্রের জরুরি মেরামত ও সংস্কারের দাবি তুলেছেন স্থানীয় ভোটাররা। উপজেলার মোট ৩৭টি ভোটকেন্দ্রের মধ্যে উত্তর ধূরুং গাউছিয়া আদর্শ দাখিল মাদ্রাসা, কৈয়ারবিল নুরানিয়া বালিকা দাখিল মাদ্রাসা, মাস্টার তালেব উল্লাহ স্কুল অ্যান্ড কলেজ, বড়ঘোপ জামেউল উলুম মাদ্রাসা এবং কুতুব আউলিয়া শামশুল উলুম আজিজিয়া দাখিল মাদ্রাসার অবকাঠামোগত দুরবস্থার কারণে এ দাবি জোরালো হয়েছে।
সরেজমিনে দেখা গেছে, এসব ভোটকেন্দ্রে সীমানা প্রাচীর নেই, বিদ্যুৎ সংযোগের অভাব রয়েছে, এবং তিনটি ভবনের দরজা-জানালা ভাঙা অবস্থায় রয়েছে। কোথাও পিলার ও বীমের রড বেরিয়ে আছে, আবার কোথাও ছাদ চুইয়ে পানি পড়ছে ও প্লাস্টার খসে পড়ছে যা নিরাপত্তার জন্য হুমকি স্বরূপ। স্থানীয়রা আশঙ্কা করছেন, নির্বাচনকালীন সময়ে এসব কেন্দ্রে দুর্ঘটনা ঘটতে পারে যদি সময়মতো সংস্কার না করা হয়।
ভোটারদের দাবির প্রেক্ষিতে কুতুবদিয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. নুরুল ইসলাম বলেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মেরামতযোগ্য ভোটকেন্দ্রের তালিকা চাওয়া হলে পাঁচটি কেন্দ্রের নাম পাঠাবো। সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সংস্কারের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে বলেও তিনি জানান।
স্থানীয়দের প্রত্যাশা, জাতীয় নির্বাচনের পূর্বেই এসব ভোটকেন্দ্রের সংস্কার কাজ সম্পন্ন হবে, যাতে ভোটগ্রহণ নির্বিঘ্ন ও নিরাপদভাবে সম্পন্ন করা যায়।