জাতীয় নির্বাচনকে সামনে রেখে দুর্গম পাহাড়ে জনসচেতনতামূলক আলোচনা বিজিবির
বাঘাইছড়ি প্রতিনিধি :-
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সীমান্ত এলাকায় নিরাপত্তা ও জনসচেতনতামূলক কার্যক্রম জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
রোববার (২৮ ডিসেম্বর) তারিখে বাঘাইহাট ব্যাটালিয়ন (৫৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. মহিউদ্দিন ফারুকীর দিকনির্দেশনায় গন্ডাছড়া বিওপির বিওপি কমান্ডার নায়েব সুবেদার মো. আবু বক্কর সিদ্দিক গন্ডাছড়া পাড়ার বদীচন্দ্র কারবারি পাড়ায় বসবাসরত পাহাড়ি জনগোষ্ঠীদের নিয়ে জনসচেতনতামূলক আলোচনা করেন।
উক্ত আলোচনায় বর্তমান প্রেক্ষাপটে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটাররা যেন নির্দ্বিধায় ভোট প্রদান করতে পারেন, সে বিষয়ে সকলকে সজাগ দৃষ্টি রাখতে বলেন।
পাশাপাশি সীমান্ত নিরাপত্তা রক্ষায় প্রতিপক্ষ দেশ ভারত থেকে কোনো ধরনের অবৈধ অনুপ্রবেশ বা চোরাচালান কার্যক্রম প্রতিহত করতে স্থানীয় জনগণের সহযোগিতা কামনা করা হয়।
বিজিবি সূত্র জানায়, শান্তিপূর্ণ নির্বাচন ও সীমান্ত এলাকার স্থিতিশীলতা বজায় রাখতে নিয়মিত টহল, গোয়েন্দা তৎপরতা এবং জনসচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।











