ঢাকা | আগস্ট ৩০, ২০২৫ - ৫:৩০ পূর্বাহ্ন

শিরোনাম

জাকসুর ছাত্রদল প্যানেলে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া মৌসুমী

  • আপডেট: Friday, August 29, 2025 - 1:31 pm

নিজস্ব প্রতিবেদক।। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বি ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করা শিক্ষার্থী কাজী মৌসুমী আফরোজ আসন্ন জাহাঙ্গীরনগর কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তিনি ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহ সমাজসেবা ও মানবসম্পদ উন্নয়ন বিষয়ক সম্পাদক (নারী) পদে লড়ছেন।

অর্থনীতি বিভাগের ৫০তম আবর্তনের (২০২০-২১ সেশন) শিক্ষার্থী মৌসুমী বিশ্ববিদ্যালয়ের বি ইউনিট ভর্তি পরীক্ষায় প্রথম স্থান অর্জন করেছিলেন। তিনি ক্যাম্পাসে বিভিন্ন সাংস্কৃতিক ও সামাজিক কার্যক্রমেও সক্রিয় ছিলেন।

মৌসুমী আফরোজ নির্বাচনে অংশগ্রহণের কারণ হিসেবে বলেন, “আমি সবসময় বিশ্বাস করি শিক্ষাঙ্গনে মেয়েদের জন্য একটি নিরাপদ পরিবেশ ও পর্যাপ্ত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা জরুরি। নির্বাচিত হলে নারী শিক্ষার্থীদের নিরাপত্তা, স্বাস্থ্যসেবা এবং ক্যাম্পাসে সমান সুযোগ তৈরিতে কাজ করবো।”

শুধু একাডেমিক উৎকর্ষ নয়, বরং সামাজিক দায়বদ্ধতা থেকেই তিনি ছাত্র রাজনীতিতে যুক্ত হয়েছেন বলে জানান। তার ভাষায়, “শিক্ষার্থীদের অধিকার রক্ষায় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে আরও অন্তর্ভুক্তিমূলক ও নিরাপদ শিক্ষাঙ্গনে পরিণত করাই আমার লক্ষ্য।”

জাকসু নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে ইতোমধ্যেই উচ্ছ্বাস দেখা দিয়েছে। ভর্তি পরীক্ষায় প্রথম হওয়া এবং পরবর্তীতে ছাত্র রাজনীতিতে সক্রিয়ভাবে যুক্ত হওয়ায় মৌসুমীর প্রার্থিতা বিশেষ আলোচনার জন্ম দিয়েছে। ছাত্রদলের নেতারা বলছেন, যোগ্য এবং মেধাবী শিক্ষার্থীদের রাজনীতিতে যুক্ত হওয়া ছাত্র সমাজের জন্য ইতিবাচক দিক।