ঢাকা | জুলাই ২৫, ২০২৫ - ৫:৫৪ অপরাহ্ন

শিরোনাম

জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের তিন জন নিহত

  • আপডেট: Friday, July 25, 2025 - 2:36 am

রৌমারী (কুড়িগ্রাম) প্রতিনিধি।। কুড়িগ্রামের রৌমারীতে জমি নিয়ে সংঘর্ষে একই পরিবারের তিনজন নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছেন ছয়জন। বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সদর ইউনিয়েনের ভন্দুচর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, ভুলু মিয়া (৬০), ফুলবাবু (৪৫) ও তাদের ভাতিজা নুরুল আমিন (৪২)। আহতরা হলেন, আনোয়ারের ছেলে মজিদ মিয়া (২৮), মজনু মিয়া (২৫), শাহ জামালের ছেলে আরিফ হোসেন (৩২), নিহত ফুল বাবুর স্ত্রী ফুলো রানী (৩১), মৃত রব্বানির ছেলে আপেল মিয়া (৫৫) ও মৃত গোলাম শহীদের ছেলে বুলু মিয়া (৬০)। তারা উপজেলার সদর ইউনিয়নের ভন্দুরচর এলাকার বাসিন্দা।

স্থানীয় ও স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে জমি নিয়ে আপেল মিয়ার পক্ষের লোকজনের সঙ্গে একই এলাকার শাহ জামালদের বিরোধ ছিল। এর জের ধরে বৃহস্পতিবার সকালে শাহ জামাল পক্ষের লোকজন জমিতে পানি দিতে গেলে বাধা দেন আপেল মিয়া। এ সময় তর্কবিতর্কের একপর্যায়ে টেঁটা ও লাঠিসোঁটা নিয়ে শাহ জামাল পক্ষের লোকজনের ওপর হামলা করা হয়। এতে উভয়পক্ষের আহত হয়েছেন ছয়জন। শাহ জামালের পক্ষের তিনজন নিহত হন এবং নারীসহ পাঁচজন আহত হন।

শাহ জামাল পক্ষের আহত আরিফ হোসেন বলেন, ‘১৯ জুলাই আমাদের ক্ষেতের ধান গাছের চারা আপেল মিয়ার পক্ষের লোকজনের গরু দিয়ে খাওয়ানো হয়। এতে আমরা বাধা দিলে আমাদের ধাওয়া করে বাড়িতে এসে আমার মাকে মারধর ও বাড়িঘর ভাঙচুর করা হয়। এরপর আমরা রৌমারী থানায় গিয়ে একটি অভিযোগ করি। এ খবর জানতে পেরে কুড়িগ্রামে গিয়ে একটি মামলা করেন তারা এবং আমাদের জমিতে না নামার হুমকিও দেন। এরই জেরে আজকের এই সংঘর্ষ ও নিহতের ঘটনা ঘটে।’

রৌমারী উপজেলা আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) নবীউল ইসলাম বলেন, বৃহস্পতিবার দুপুর সোয়া ১টার দিকে আঘাতপ্রাপ্ত একাধিক ব্যক্তি স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে আসেন। এর মধ্যে তিনজনকে মৃত্যু অবস্থায় আনা হয়। গুরুতর আহত দুজনকে উন্নত চিকিৎসার জন্য রেফার্ড করা হয়েছে। আহত চারজন স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

রৌমারী থানার ওসি লুৎফর রহমান বলেন, এ ঘটনায় তিনজন নিহত হয়েছেন। মামলার প্রক্রিয়া চলছে।