ঢাকা | নভেম্বর ১১, ২০২৫ - ৫:০৬ অপরাহ্ন

শিরোনাম

জনদাবীর কারণে রাঙামাটি জেলা পরিষদের শিক্ষক নিয়োগ স্থগিত

  • আপডেট: Tuesday, November 11, 2025 - 3:41 pm

রাঙামাটি প্রতিনিধি।
নানা মহলের আপত্তি ও দাবির মুখে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষা স্থগিত করা হয়েছে। আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিতব্য এ পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত জানানো হয় মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ কমিটির বৈঠকে।

বিষয়টি নিশ্চিত করা হয়েছে স্মারক নং ৩৮.০১.৮৪০০.০০০.৯৯.০০৬.২৫-১৫৪৬ এর এক অফিস বিজ্ঞপ্তিতে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হস্তান্তরিত জেলা প্রাথমিক শিক্ষা বিভাগের অধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের জন্য নির্ধারিত ১৪ নভেম্বরের লিখিত পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হলো। পরিবর্তিত সময়সূচি যথাসময়ে সংশ্লিষ্ট সবাইকে জানানো হবে।

এর আগে রবিবার (৯ নভেম্বর) শিক্ষক নিয়োগ প্রক্রিয়াকে “নিয়মবহির্ভূত, একতরফা ও বৈষম্যমূলক” দাবি করে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ, রাঙামাটি জেলা শাখা এক যৌথ বিবৃতি দেয়। বিবৃতিতে আসন্ন ১৪ নভেম্বরের লিখিত পরীক্ষা স্থগিতের দাবি জানানো হয়। সংগঠনের জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান স্বাক্ষরিত ওই বিবৃতিতে সতর্ক করা হয় যে, জনসংখ্যানুপাতে নিয়োগ না দিলে জেলা পরিষদ চেয়ারম্যানের পদত্যাগ দাবি করে একদফা আন্দোলন শুরু করা হবে।

পরবর্তীতে সোমবার (১০ নভেম্বর) বিকেলে রাঙামাটিতে আটটি সংগঠনের যৌথ উদ্যোগে জেলা পরিষদ চেয়ারম্যান বরাবর একটি স্বারকলিপি পেশ করা হয়। জেলা পরিষদের সদস্য মিনহাজ মুরশিদ ও হাবিব আজমের মাধ্যমে প্রদান করা ওই স্বারকলিপিতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে জনসংখ্যানুপাতে নিয়োগ ও পরীক্ষার স্থগিত দাবি জানানো হয়।

এই দাবির প্রেক্ষিতেই মঙ্গলবার সকালে প্রাথমিক শিক্ষা বিভাগে সহকারী শিক্ষক নিয়োগ কমিটির জরুরি বৈঠকে পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত গৃহীত হয়।

এ বিষয়ে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মান বলেন, “বিতর্কিত নিয়োগ প্রক্রিয়া স্থগিত করায় আমরা রাঙামাটি জেলা পরিষদকে ধন্যবাদ জানাই। তবে জেলা পরিষদের উচিত হবে জনদাবি বিবেচনায় নিয়ে জনসংখ্যানুপাতে নিয়োগ নিশ্চিত করা ও পরীক্ষায় স্বচ্ছতা বজায় রাখা। জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে মানুষ প্রত্যাশা করে সকল পর্যায়ে বৈষম্যমুক্ত ও ন্যায্যতার পরিবেশ।”

উল্লেখ্য, রাঙামাটি জেলা বিএনপির কয়েকজন নেতা সম্প্রতি জেলা পরিষদ চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করে নিয়োগ প্রক্রিয়া স্থগিতের অনুরোধ জানান। চেয়ারম্যান এসময় পার্বত্য উপদেষ্টার সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেবেন বলে জানিয়েছিলেন।